বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লা মার্কার বিশাল নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত। ইন্দোনেশিয়ার শক্তিশালী আগ্নেয়গিরি জেগে উঠেছে ,সর্বোচ্চ সতর্কতা ৩০ নভেম্বর থেকে বিভাগীয় সাত শহরে সমাবেশ করবে ৮ দল বিএনপি প্রার্থী সরওয়ার বলেন , গুপ্ত সংগঠনের লোকজন দিয়ে একটি মহল মশাল মিছিল করছে জামায়াত আমীরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত আমিরের কড়া বার্তা হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ শততম টেস্টে মুশফিককে সম্মাননা জানালেন ক্রীড়া উপদেষ্টা গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর

অস্ট্রেলিয়াজুড়ে এক হাজারেরও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ‘জাতীয় সীরাত কুইজ প্রতিযোগিতায়’ অংশগ্রহণের জন্য

 

‘রাসূল (সা.) আদর্শ জানবে অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম’!

মোহাম্মাদ আবদুল মতিন: অস্ট্রেলিয়ায় ইসলামি শিক্ষা ও নবীপ্রেম জাগানোর এক অনন্য উদ্যোগ হিসেবে শুরু হতে যাচ্ছে জাতীয় সীরাত কুইজ প্রতিযোগিতা ২০২৫ (National Seerah Quiz Competition 2025)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার আয়োজন করেছে দেশটির সুপরিচিত ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান আল তাযকিরাহ ইনস্টিটিউট (Al Tadhkirah Institute)।

ইতোমধ্যেই অস্ট্রেলিয়াজুড়ে এক হাজারেরও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, যা ইসলামি জ্ঞানচর্চার প্রতি তরুণ প্রজন্মের গভীর আগ্রহের প্রতিফলন বলে মনে করছেন আয়োজকেরা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২১ অক্টোবর ২০২৫
নিবন্ধন লিংক: www.altadhkirah.org.au/nsqc25

প্রতিযোগিতার তারিখ ও ধরন:
এই প্রতিযোগিতা শুরু হবে ২৫ অক্টোবর (শনিবার) দুপুর ২টা (AEDT)-এ। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে, যাতে অস্ট্রেলিয়ার সব রাজ্যের শিক্ষার্থীরা অনলাইনে একসঙ্গে অংশ নিতে পারে।

পুরো কুইজটি পরিচালিত হবে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম Kahoot-এর মাধ্যমে, যা শিক্ষার্থীদের জন্য হবে একাধারে শিক্ষণীয় ও আনন্দদায়ক অভিজ্ঞতা।

আল তাযকিরাহ ইনস্টিটিউটের পরিচালক বলেন,
“আমরা চাই, অস্ট্রেলিয়ার প্রতিটি শিশু নবীজির (সা.) জীবন ও আদর্শ জানুক এবং তাঁর চরিত্র, দয়া ও ন্যায়পরায়ণতা থেকে শিক্ষা গ্রহণ করুক। এই প্রতিযোগিতা শুধু একটি কুইজ নয়, এটি নবীপ্রেম ও নৈতিক মূল্যবোধে অনুপ্রাণিত একটি প্রজন্ম গড়ার প্রচেষ্টা।”

তরুণদের অনুপ্রেরণা:
অস্ট্রেলিয়ার মুসলিম পরিবারগুলোর মধ্যে এই প্রতিযোগিতা ইতোমধ্যেই সাড়া জাগিয়েছে। অভিভাবকেরা মনে করছেন, এমন আয়োজন তরুণদের ধর্মীয় চেতনা, আদর্শ ও নৈতিকতা চর্চায় উৎসাহিত করবে।

সিডনির এক অভিভাবক বলেন,
“নবীজির (সা.) জীবনের আলোয় আমাদের সন্তানরা নৈতিক ও মানবিক গুণে সমৃদ্ধ হবে এই প্রতিযোগিতা সেই আলোকিত যাত্রারই সূচনা।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025