শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন মানা হবে না: জুলাই মঞ্চ ক্ষমতায় গেলে জনবান্ধব দেশ গড়ে তুলবো: ডা. শফিকুর রহমান একটা পক্ষ গোলামির বাংলাদেশ বানাতে চায়: আখতার হোসেন নিরপেক্ষতা প্রমাণের দায়িত্ব এখন আইসিসির কাঁধেই: ফারুকী কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন লেগে দগ্ধ ৪ মানুষ এমন নেতৃত্ব নির্বাচন করবে যারা বন্ধু খুঁজবে, প্রভু নয়:জামায়াত আমির রাজধানীর ভাষানটেকে চলছে তারেক রহমানের নির্বাচনি জনসভা উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে: ফখরুল জামায়াত আমিরের সমাবেশ, কানায় কানায় পূর্ণ পঞ্চগড় চিনিকল মাঠ

জমকালো আয়োজনে ল্যাকেম্বায় যাত্রা শুরু করল ‘জ্যোতি অস্ট্রেলিয়া’

বাংলাদেশের ঐতিহ্যবাহী ফ্যাশন ও কারুশিল্পকে বিশ্বদরবারে নতুনভাবে পরিচিত করতে ল্যাকেম্বায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল দেশের স্বনামধন্য ব্র্যান্ড ‘জ্যোতি অস্ট্রেলিয়া’। আজ ৬ ডিসেম্বর (শনিবার) ল্যাকেম্বার ১৩ দ্য বুলেভার্ড–এ অনুষ্ঠিত বর্ণাঢ্য গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে ব্যাপক উৎসাহ দেখা যায়।

বাংলাদেশি ব্র্যান্ড ‘জ্যোতি’ ত্রিশ বছরের ঐতিহ্য এখন অস্ট্রেলিয়ায়:

 

১৯৯০ সালে ঢাকায় প্রতিষ্ঠিত ‘জ্যোতি’ বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড। শাড়ি, হ্যান্ডলুম, নকশিকাঁথা-অনুপ্রাণিত বস্ত্র, ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে জ্যোতি দীর্ঘদিন ধরে দেশীয় ফ্যাশন অঙ্গনে ব্যাপক সুনাম অর্জন করেছে। বর্তমানে ব্র্যান্ডটির রয়েছে ১৪টি রিটেইল শোরুম এবং ৩টি হোলসেল আউটলেট।

অস্ট্রেলিয়ায় উদ্বোধিত এই নতুন শাখায় পাওয়া যাবে শাড়ি, সালওয়ার-কামিজ, পাঞ্জাবি, থ্রি-পিস, জুয়েলারি, হস্তশিল্প ও আধুনিক ফ্যাশনের বৈচিত্র্যময় সংগ্রহ। প্রতিষ্ঠানের প্রত্যাশা—এটির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা যেমন উপকৃত হবেন, তেমনি অস্ট্রেলিয়ার অন্যান্য কমিউনিটিও পরিচিত হবে বাংলাদেশের ঐশ্বর্যময় ফ্যাশন সংস্কৃতির সঙ্গে।

তারকাখচিত অতিথি ও কমিউনিটির উচ্ছ্বাস:

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সিটি কাউন্সিলররা। প্রধান অতিথি ছিলেন; মার্ক কৌর এমপি, স্টেট মেম্বার ফর ওটলি এবং শ্যাডো মিনিস্টার ফর মাল্টিকালচারালিজমসহ একাধিক পোর্টফোলিওর দায়িত্বপ্রাপ্ত নেতা।

এছাড়াও উপস্থিত ছিলেন;

 

ফিলিপ রাডক এও, অস্ট্রেলিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল এবং সাবেক ইমিগ্রেশন, মাল্টিকালচারাল অ্যান্ড ইন্ডিজেনাস অ্যাফেয়ার্স মন্ত্রী, কাউন্সিলর আশ রহমান (সিটি অব ক্যাম্পবেলটাউন), কাউন্সিলর শ্রিনি পিলামারি (সিটি অব প্যারামাট্টা), ড. নূর রহমান, অস্ট্রেলিয়া সরকারের নিযুক্ত বিজনেস চ্যাম্পিয়ন ফর আসিয়ান, কাউন্সিলর ওয়েন্ডি লিন্ডসে, কাউন্সিলর কার্ল সালে ওএএম, কাউন্সিলর শিরিন আক্তার, কাউন্সিলর হ্যারি স্ট্যাভরিনোস (সিটি অব ক্যান্টারবারি-ব্যাঙ্কস্টাউন), কাউন্সিলর এলিজা রহমান (সিটি অব ক্যামডেন), সাবেক কাউন্সিলর মোহাম্মাদ জামান টিটু।

প্রধান অতিথি ও বক্তারা জ্যোতি অস্ট্রেলিয়ার যাত্রাকে প্রবাসী কমিউনিটির জন্য ‘গর্বের মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন এবং বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় দক্ষিণ এশীয় ফ্যাশনের নতুন দিগন্ত উন্মোচনের প্রশংসা করেন।

রিবন কাটিং, বক্তব্য, ফ্যাশন ডিসপ্লে ছিল নানান আয়োজন:

উদ্বোধনী আয়োজনে ছিল রিবন-কাটিং, প্রতিষ্ঠাতা ও পরিচালকদের বক্তব্য, বুটিক পরিদর্শন, সাংস্কৃতিক মিলনমেলা এবং লাইভ ফুড কর্নার। ল্যাকেম্বায় সারাদিন উৎসবমুখর পরিবেশ এবং উপচে পড়া ভিড় ছিল প্রবাসী বাঙালিদের গভীর আগ্রহ ও ভালোবাসার প্রতিচ্ছবি।

প্রতিষ্ঠাতার আবেগঘন বক্তব্য:

জ্যোতির প্রতিষ্ঠাতা লোকমান হোসেন বলেন;

‘১৯৯০ সালে ছোট্ট একটি স্বপ্ন থেকে যাত্রা শুরু করে আজ জ্যোতি দেশ-বিদেশে যে অবস্থানে এসেছে, তা সম্ভব হয়েছে আমাদের গ্রাহকদের ভালোবাসা ও টিমের নিরলস পরিশ্রমে। অস্ট্রেলিয়ায় এই নতুন অধ্যায়ের পুরো কৃতিত্ব আমার বড় মেয়ে তাহমিনা দীতি, ভাগ্নি ডা. রুমানা আফরোজ এবং পুরো টিমকে।’

তিনি অস্ট্রেলিয়ার বাঙালি কমিউনিটিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও নতুন ফ্যাশন সংগ্রহ ও সাংস্কৃতিক উদ্যোগের ঘোষণা দেন।

যোগাযোগ:

জ্যোতি অস্ট্রেলিয়া

১৩ দ্য বুলেভার্ড, ল্যাকেম্বা, NSW

joteyaustralia@gmail.com

0478 289 481

ফেসবুক: Jotey Australia

ইনস্টাগ্রাম: instagram.com/joteyau

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025