শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
শত্রু থেকে মিত্র’ ট্রাম্প-মামদানির সম্পর্ক তাহলে কি বদলে গেলো? আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল রাজনৈতিক কোনো জোট করবো না, নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হবে: জামায়াত আমির সন্ধ্যায় ঢাকা ও আশপাশে দুইবার ভূমিকম্প ঢাকায় সকালের পর সন্ধ্যায় ফের ভূমিকম্প নরসিংদীজুড়ে ভূমিকম্পের চিহ্ন, ফেটে ৭-৮ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে মাটি নিয়ম মেনে বহুতল ভবন নির্মাণ কঠোরভাবে তদারকি করতে হবে: জামায়াত আমির গত ১০ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কিছু করেনি জামায়াত: মির্জা ফখরুল আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৩

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর দাবি, নিহতরা ‘সন্ত্রাসী’। ওই এলাকায় আরও একজন সশস্ত্র সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা তাদের।

সোমবার রাত থেকে শুরু হওয়া এই অভিযান মঙ্গলবারও (১৩ মে) চলছে। ভারতীয় সেনাবাহিনী জানায়, কুলগামে শুরু হওয়া এই অভিযান পরে শোপিয়ানের শোকাল কেলার এলাকার জঙ্গলে গড়ায়।

সেনা ও আধাসামরিক বাহিনীর যৌথ দল ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়’ মিশনে নামে। অভিযানে ব্যাপক গুলিবিনিময় হয়, যাতে তিনজন ‘হাই-প্রোফাইল সন্ত্রাসী’ নিহত হয়। সেনাবাহিনী এই অভিযানকে ‘অপারেশন কেলার’ নাম দিয়েছে।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী লিখেছে: ১৩ মে ২০২৫, রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোপিয়ানের শোকাল কেলার এলাকায় অভিযান শুরু হয়। সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করলে তীব্র গুলিবিনিময় হয় এবং তিন সন্ত্রাসী নিহত হয়। অভিযান এখনো চলছে।

এই অভিযান এমন এক সময় চালানো হলো, যখন ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও পুরোপুরি যায়নি। গত এপ্রিলে কাশ্মীরের পহেলগামে এক নৃশংস হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে গত ৬ ও ৭ মে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে বিমান হামলা করে।

পাল্টা জবাব দেয় পাকিস্তানও। এতে দুই পক্ষেরই কয়েক ডজন মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা হলেও ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা পাকিস্তানের ওপর ‘কড়া নজর’ রাখছে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025