রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
শত্রু থেকে মিত্র’ ট্রাম্প-মামদানির সম্পর্ক তাহলে কি বদলে গেলো? আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল রাজনৈতিক কোনো জোট করবো না, নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হবে: জামায়াত আমির সন্ধ্যায় ঢাকা ও আশপাশে দুইবার ভূমিকম্প ঢাকায় সকালের পর সন্ধ্যায় ফের ভূমিকম্প নরসিংদীজুড়ে ভূমিকম্পের চিহ্ন, ফেটে ৭-৮ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে মাটি নিয়ম মেনে বহুতল ভবন নির্মাণ কঠোরভাবে তদারকি করতে হবে: জামায়াত আমির গত ১০ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কিছু করেনি জামায়াত: মির্জা ফখরুল আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন

পাকিস্তানের হামলার আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাকআউটের নির্দেশ

পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরদাসপুর জেলায় সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টা থেকে শুক্রবার (৯ মে) ভোর ৫টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনা এবং ‘অপারেশন সিঁদুরের’ পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন আশঙ্কা করছে, সীমান্তবর্তী এলাকা হিসেবে গুরদাসপুর কিছু সম্ভাব্য ঝুঁকির মুখে পড়তে পারে, তাই পূর্ব সতর্কতা হিসেবে ব্ল্যাকআউটের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্ল্যাকআউট চলাকালীন জেলার সব বাসিন্দাদের বাড়ির আলো নিভিয়ে রাখতে বলা হয়েছে। রাস্তাঘাট, দোকান, অফিস ও অন্যান্য স্থাপনাগুলোর আলোও বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। জরুরি পরিষেবাগুলোর জন্য ছাড় দেওয়া হলেও, তা প্রশাসনের অনুমতির আওতায় থাকবে।

জেলা প্রশাসক এক বিবৃতিতে বলেন, সব নাগরিকের সহযোগিতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সতর্কতামূলক পদক্ষেপ আমাদের সুরক্ষার জন্য নেওয়া হয়েছে। অনুগ্রহ করে সবাই নির্দেশনা মেনে চলুন এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।

 

এছাড়াও, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে জেলার বিভিন্ন এলাকায় টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আইনশৃঙ্খলা বজায় রাখা যায় এবং কেউ নির্দেশনা লঙ্ঘন না করে।

সীমান্তবর্তী জেলা হিসেবে গুরদাসপুরের প্রশাসন এর আগেও এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। তবে ‘অপারেশন সিন্দুর’-এর পর এটিই প্রথম বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে।

 

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025