রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
শত্রু থেকে মিত্র’ ট্রাম্প-মামদানির সম্পর্ক তাহলে কি বদলে গেলো? আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল রাজনৈতিক কোনো জোট করবো না, নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হবে: জামায়াত আমির সন্ধ্যায় ঢাকা ও আশপাশে দুইবার ভূমিকম্প ঢাকায় সকালের পর সন্ধ্যায় ফের ভূমিকম্প নরসিংদীজুড়ে ভূমিকম্পের চিহ্ন, ফেটে ৭-৮ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে মাটি নিয়ম মেনে বহুতল ভবন নির্মাণ কঠোরভাবে তদারকি করতে হবে: জামায়াত আমির গত ১০ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কিছু করেনি জামায়াত: মির্জা ফখরুল আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন

সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩

সুইডেনের উপসালা শহরে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উপসালা শহরের কেন্দ্রে অবস্থিত ভাকসালা স্কোয়ারে একটি সেলুনে ওই হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

বন্দুকধারী হামলার পরপরই একটি স্কুটারে করে পালিয়ে যান। এক প্রতিবেদনে জানানো হয়েছে, হামলাকারীকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

 

এই ঘটনার পর বিশাল এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সুইডেনে ওয়ালপুরগিস বসন্ত উৎসবের প্রাক্কালেই এই হামলার ঘটলো। রাজধানী স্টকহোমের উত্তরে অবস্থিত ওই শহরে হামলার পর পরই লোকজন রাস্তায় নেমে আসে। ওই এলাকায় বেশ কিছু বিশ্ববিদ্যালয় অবস্থিত।

এক প্রত্যক্ষদর্শী সুইডেনের টিভি৪ চ্যানেলকে বলেন, সবকিছু খুব দ্রুত ঘটেছে। অপর একজন জানান, তিনি বাড়িতে রান্না করছিলেন। সে সময় তিনি দুবার আতশবাজির মতো শব্দ শুনতে পেয়েছেন। এরপরেই তিনি রাস্তায় বেরিয়ে আসেন।

 

ওই ব্যক্তি জানান, তিনি খুব ভীত এবং আতঙ্কিত হয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই পুলিশ এবং অ্যাম্বুলেন্স রাস্তা বন্ধ করে লোকজনকে সরে যেতে বলে।

পুলিশের মুখপাত্র ম্যাগনাস জ্যানসন ক্লারিন টিভি৪ কে বলেন, বন্দুকধারীকে খুঁজে বের করার জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে। অনুসন্ধান কাজে পুলিশের একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়।

তিনি জানান, অপরাধী যেন পালিয়ে যেতে না পারে সেজন্য ওই এলাকায় বেশ কিছু সময় ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এখন আবার চালু করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা আরও তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025