শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নাই:তারেক রহমান শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের জানাজায় মানুষের ঢল সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ স্থগিত কওমি মাদরাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা: জামায়াত আমির বিদায় নিতে প্রস্তুত, অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন: খালিদ হোসেন উপকারী পশু এখন থেকে বিবেচিত হবে ‘প্রাণি’ হিসেবে প্রচারণার জন্য নয়, দলের কর্মীদের জন্য জামায়াতের বাস ‘৩ টি মন্ত্রণালয়কে দুর্নীতির হাত থেকে রক্ষা করতেই পদত্যাগ করিনি’ জামায়াত আমীরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সাক্ষাৎ দুই আসনে দলীয় প্রতীক না রাখার অনুরোধ জামায়াতের

‘৩ টি মন্ত্রণালয়কে দুর্নীতির হাত থেকে রক্ষা করতেই পদত্যাগ করিনি’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা পদত্যাগ করেননি যাতে অন্তত তিনটি মন্ত্রণালয় দুর্নীতির হাত থেকে রক্ষা পায়।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সাইফুল আলম খানের নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের সাবেক আমির মাওলানা মতি‌উর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের সময় মন্ত্রী ছিলেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি প্রশ্ন তোলেন, চারদলীয় জোট সরকারের সময়ে দুর্নীতি থাকলেও তারা কেন পদত্যাগ করেননি।

জবাব দিতে গিয়ে শফিকুর রহমান বলেন, পদত্যাগ না করার মূল কারণ ছিল অন্তত তিনটি মন্ত্রণালয়কে দুর্নীতির হাত থেকে রক্ষা করা। তিনি বলেন, ওই মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় তাদের বিরুদ্ধে কেউ বলতে পারেনি যে তারা অসৎ বা দুর্নীতিপরায়ণ।

শফিকুর রহমান আরও বলেন, জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য ক্ষমতায় এলে নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি থেকে দেশের চিত্র পরিবর্তিত হবে। ৯০ ভাগ চাঁদাবাজির হাত অবশ হয়ে যাবে। বাকি ১০ ভাগের ক্ষেত্রে প্রথমে চাঁদাবাজি না করার আহ্বান জানানো হবে; এরপরও না মানলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। চাঁদাবাজ কার বাবা, কার ভাই বা কার সন্তান তা বিবেচনা করা হবে না।

তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা অর্জনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025