শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নাই:তারেক রহমান শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের জানাজায় মানুষের ঢল সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ স্থগিত কওমি মাদরাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা: জামায়াত আমির বিদায় নিতে প্রস্তুত, অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন: খালিদ হোসেন উপকারী পশু এখন থেকে বিবেচিত হবে ‘প্রাণি’ হিসেবে প্রচারণার জন্য নয়, দলের কর্মীদের জন্য জামায়াতের বাস ‘৩ টি মন্ত্রণালয়কে দুর্নীতির হাত থেকে রক্ষা করতেই পদত্যাগ করিনি’ জামায়াত আমীরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সাক্ষাৎ দুই আসনে দলীয় প্রতীক না রাখার অনুরোধ জামায়াতের

দুই আসনে দলীয় প্রতীক না রাখার অনুরোধ জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে দুটি আসনে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা না রাখার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত একটি আবেদনপত্র সিইসির কাছে পাঠানো হয়।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতীয় সংসদের ২০০ নম্বর নরসিংদী-২ আসনে মো. আমজাদ হোসাইনকে এবং জাতীয় সংসদের ২৮৫ নম্বর চট্টগ্রাম-৮ আসনে মো. আবু নাসেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

তবে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের ২০০ নম্বর নরসিংদী-২ আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী গোলাম সরোয়ারকে এবং জাতীয় সংসদের ২৮৫ নম্বর চট্টগ্রাম-৮ আসনটি এনসিপির মনোনীত প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফকে ছেড়ে দেওয়া হয়েছে বলে আবেদনপত্রে জানানো হয়।

এতে আরও বলা হয়, ওই দুই আসনের জামায়াতের মনোনীত প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। সে কারণে সংশ্লিষ্ট দুটি আসনের ব্যালট পেপারে জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা না রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে।

আবেদনপত্রে বিষয়টি বিবেচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025