শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন মানা হবে না: জুলাই মঞ্চ ক্ষমতায় গেলে জনবান্ধব দেশ গড়ে তুলবো: ডা. শফিকুর রহমান একটা পক্ষ গোলামির বাংলাদেশ বানাতে চায়: আখতার হোসেন নিরপেক্ষতা প্রমাণের দায়িত্ব এখন আইসিসির কাঁধেই: ফারুকী কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন লেগে দগ্ধ ৪ মানুষ এমন নেতৃত্ব নির্বাচন করবে যারা বন্ধু খুঁজবে, প্রভু নয়:জামায়াত আমির রাজধানীর ভাষানটেকে চলছে তারেক রহমানের নির্বাচনি জনসভা উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে: ফখরুল জামায়াত আমিরের সমাবেশ, কানায় কানায় পূর্ণ পঞ্চগড় চিনিকল মাঠ

ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত :ঠাকুরগাঁওয়ে জনসভায় জামায়াত আমির

ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শর্তের মধ্যে রয়েছে দুর্নীতিবিরোধী অবস্থান, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকা। আর এক্ষেত্রে কোনো একক দল নয় জনগণের প্রতিনিধিরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশ নেবে বলেও জানান তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের এক জনসভায় এ কথা বলেন তিনি।

এ সময় দুর্নীতি ও অপশাসনের কারণে উত্তরাঞ্চলের প্রকৃতি উন্নতি হয়নি বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ধুরন্ধররা উত্তরাঞ্চলের মানুষদের গরিব করে রেখেছে। দুর্নীতি ও দুঃশাসন না থাকলে উত্তরাঞ্চল কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হতো। আগামীতে দেশ ইনসাফের ভিত্তিতে চললে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাবে।

সরকার গঠনের সুযোগ পেলে দেশের সবকটি জেলায় একটি করে মানসম্মত মেডিকেল কলেজ তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। অসম্মানের ভাতা নয়, বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে তোলার কথাও জানান জামায়াতের আমির।

তিনি বলেন, আমরা প্রতিটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করবো। আর অনেকে বলেন বেকার ভাতা দেবেন, এটা অসম্মানের। আমরা বেকার ভাতা নয়, বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করবো।

এরআগে, সূচি অনুযায়ী ঠাকুরগাঁও ছাড়াও শুক্রবার পঞ্চগড় ও দিনাজপুরে সমাবেশ করেন জামায়াত আমির। শনিবার তিনি রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভা করবেন। এরপর সফর করবেন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা—এরপর ঢাকায় ফিরবেন। রোববার (২৫ জানুয়ারি) ডা. শফিকুর রহমান ঢাকা-৫, ৬ ও ৭ আসনে নির্বাচনি প্রচারণা চালাবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025