বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জানাজা: জনসমুদ্র মানিক মিয়া অ্যাভিনিউ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে এমন চিত্র দেখা যায়। দুপুর ২টায় এখানে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যান চলাচল সংক্রান্ত কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে আড়ংয়ের পাশের প্রবেশপথটি সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে।

তবে জানাজায় অংশগ্রহণ সহজ করতে বিকল্প হিসেবে খামারবাড়ি ও বিজয় সরণি এলাকার পথসহ কয়েকটি সড়ক উন্মুক্ত রাখা হয়েছে, যা দিয়ে আগতরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রবেশ করতে পারবেন।

সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা জানাজায় যোগ দিতে আসছেন। এ সময় কারও হাতে জাতীয় ও দলীয় পতাকা, আবার কারও হাতে কালো পতাকা দেখা গেছে।

এদিকে বেগম খালেদা জিয়ার মরদেহ রাষ্ট্রীয় প্রোটোকল ও কঠোর নিরাপত্তার মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছে। লাল-সবুজ জাতীয় পতাকায় আবৃত একটি ফ্রিজার ভ্যানে করে তার মরদেহ আনা হয়, এ সময় সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে নিরাপত্তা নিশ্চিত করে।

বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা আয়োজনকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানাজা শেষে তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিরা আজ ঢাকায় এসেছেন বলে জানা গেছে।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সারা দেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025