বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেশের নানা জেলা থেকে শোকার্ত মানুষ ভিড় জমাচ্ছেন প্রিয় নেত্রীর শেষ বিদায়ে শরিক হতে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, জানাজা শুরুর প্রায় পাঁচ ঘণ্টা আগেই হাজার হাজার মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অবস্থান নিয়েছেন। বিভিন্ন দিক থেকে মানুষের ঢল অব্যাহত রয়েছে। উপস্থিত মানুষের চোখেমুখে একজন আপসহীন রাজনৈতিক নেত্রীকে হারানোর গভীর শোক স্পষ্ট।
নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, ঘরে বসে থাকতে পারিনি। নিজের খরচে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে ছুটে এসেছি।
নারায়ণগঞ্জ থেকে আগত ফারুক আহমেদ ও শ্যামল কুমার জানান, বাংলাদেশের ইতিহাসে এমন দেশপ্রেমিক ও সাহসী নেত্রী আর আসবেন কি না, তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। তারা বলেন, প্রিয় নেত্রীর শেষ বিদায়ে অংশ নিতেই তারা এসেছেন।
আজ বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়।
এদিকে জানাজা ও দাফন কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এবং জিয়া উদ্যানসহ সংশ্লিষ্ট এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।