রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

শিরোনাম :
ধর্মীয় নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া রাষ্ট্র সমাজ টিকে থাকতে পারে না : ধর্ম উপদেষ্টা ৩০০ আসনে এনসিপির ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি নেতারা সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করা হবে: সেনাপ্রধান ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই: জামায়াত আমির প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল, ৩৪২ ফিলিস্তিনি নিহত এবার মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প এখন সময় এসেছে ইসলামের বাংলাদেশ দেখার: মামুনুল হক দাঁড়িপাল্লা গণমানুষের আস্থার প্রতীকে উপনীত হয়েছে: শফিকুর রহমান নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না: নাহিদ ইসলাম

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত ১৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার একটি মাদ্রাসা প্রাঙ্গণের মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৭ জন হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রাসার শীর্ষ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মারাত্মকভাবে আহত হয়েছেন আরও ১২ জন।

পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত আকোরা খাট্টাকের দারুল উলুম হাক্কানিয়া মসজিদে শুক্রবারের নামাজের পর মুসল্লিরা যখন বের হচ্ছিলেন তখন সামনের সারিতে বোমাটি বিস্ফোরিত হয়।

খাইবার পাখতুনখোয়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জুলফিকার হামিদ জানিয়েছেন, মাওলানা সামি-উল-হক হাক্কানির ছেলে মাওলানা হামিদ-উল-হক হাক্কানি এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন।

রমজানের আগে এটি ছিল শেষ জুমার নামাজ। তাই বেশি মানুষের উপস্থিতি ছিল। মসজিদটি একটি মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত। মাদ্রাসার শিক্ষার্থীদের আজই ছুটিতে যাওয়ার কথা ছিল।

উদ্ধারকারী কর্মীরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছ। তাছাড়া পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

ডনের কেপি ব্যুরো প্রধান আলী আকবর জানিয়েছেন, নওশেরায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সূত্র: জিও নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025