রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল, ৩৪২ ফিলিস্তিনি নিহত এবার মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প এখন সময় এসেছে ইসলামের বাংলাদেশ দেখার: মামুনুল হক দাঁড়িপাল্লা গণমানুষের আস্থার প্রতীকে উপনীত হয়েছে: শফিকুর রহমান নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না: নাহিদ ইসলাম বিএনপি মিত্রদের কীভাবে সামাল দেব? ভূমিকম্পের আগে ‌‘সতর্কতা অ্যাপ’ চালুর চিন্তা সরকারের: স্বরাষ্ট্র উপদেষ্টা শত্রু থেকে মিত্র’ ট্রাম্প-মামদানির সম্পর্ক তাহলে কি বদলে গেলো? আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল রাজনৈতিক কোনো জোট করবো না, নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হবে: জামায়াত আমির

এখন সময় এসেছে ইসলামের বাংলাদেশ দেখার: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ‘সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ- সব দেখা শেষ। এখন সময় এসেছে ইসলামের বাংলাদেশ দেখার।’

শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের আল জামিয়াতুল ইসলামিয়া ওয়া দারুল ইয়াতামায় (ফিরোজশাহ বড় মাদ্রাসা) ইসলামি মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক দাবি করেন, গণভোটে যারা না ভোট দেবেন তারা ফ্যাসিবাদের দোসর। তার আরও দাবি, জুলাই জাতীয় সনদ হলো শাপলা চত্বরের নবীপ্রেমিকদের সনদ। একে তিনি দিল্লিকে উৎখাত করার সনদ হিসেবেও বর্ণনা করেন।

খেলাফত মজলিসের আমির বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরের ঘটনায় অভিযানের পর তৎকালীন সরকারের এক নারী সংসদ সদস্য নিহতদের বিষয়টি নিয়ে উপহাস করেছিলেন। ওই সময় শাপলা চত্বরে রক্তপাত হলেও সেটিকে ‘রঙ মিশিয়ে শুয়ে ছিল’ বলে মন্তব্য করা হয়েছিল

মামুনুল হক তার বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের প্রতিকূলতা ও সাহাবিদের পরীক্ষার উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, ‘নবীজি কখনো বাধার সামনে মাথানত করেননি। সাহাবিরাও কঠিন পরীক্ষার মুখে পিছপা হননি। সব প্রতিকূলতা অতিক্রম করে নবীজি সামনে এগিয়ে যাওয়ার যে উদাহরণ দিয়েছেন, মুসলমানদেরও সেই পথ অনুসরণ করতে হবে।’

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ টেনে খেলাফত মজলিসের আমির বলেন, জালিমরা পরাজিত হয়, মজলুমরা বিজয়ী হয়। তার দাবি, যুদ্ধের পর ১৯৭২ সালে দেশের ওপর দিল্লির আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হয়। ২০২৪ সালে তরুণেরা বুকের তাজা রক্ত দিয়ে সেই আধিপত্যকে উৎখাত করেছে বলে উল্লেখ করেন তিনি।

ইসলামবিরোধী কার্যক্রমের প্রতিবাদ প্রসঙ্গে তিনি বলেন, যারা মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025