বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
সোমবার সকালে উপজেলার চরকাউয়ায় খাল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার ওসি রফিকুল ইসলাম।
ওই গৃহবধূ হলেন- চরকাউয়া গ্রামের ওমর আলীর স্ত্রীর হাসিনা বেগম (৪০)।
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম পরিবারের বরাত দিয়ে বলেন, গৃহবধূ হাসিনা বেগম রবিবার বিকালে বাসা থেকে বের হন।
ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার মামলা করবে।