বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক খুব শিগগিরই কার্যকর হবে। ”
ট্রাম্প বলেন, “কারণ তারা (ইউরোপীয় ইউনিয়ন) সত্যিই আমাদের সুবিধা নিয়েছে।
তিনি আরও বলেন, “আমি কোনও সময়সীমা বলব না, তবে এটি (শুল্ক আরোপ) খুব শিগগিরই হতে যাচ্ছে। ”
যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদের কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর ইতোমধ্যে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। ৪ ফেব্রুয়ারি থেকেই কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ ও চীনের পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হবে বলে স্থানীয় সময় শনিবার ঘোষণা দেন ট্রাম্প।
আর এবার ইউরোপ নিয়েও একই বার্তা দিলেন তিনি।
এদিকে, ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে ইইউ। তিন দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্তের সমালোচনা করে ইইউ মুখপাত্র বলেছেন, ‘‘কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। যেকোনও শুল্ক অর্থনীতির অগ্রগতিকে অযথা ব্যাহত করে। মুদ্রাস্ফীতিকে ডেকে আনে। ইউরোপের পণ্যের ওপর অযথা শুল্ক আরোপ করলে আমরাও কঠোর পদক্ষেপ নেব।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিষয়ে আলোচনা করতে সোমবার ইউরোপীয় ইউনিয়নের নেতারা একটি বৈঠকে বসবেন। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, ব্লুমবার্গ