রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
জামায়াতকে নিয়ে আলালের বক্তব্যের তীব্র নিন্দা চুপ্পুর কাছ থেকে জুলাই সার্টিফিকেট নেয়ার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত বিএনপির এক গডফাদারের চাঁদার টাকাতেই গণভোট সম্ভব: নাসীরুদ্দীন পাটওয়ারী নরসিংদীতে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে রাখা অস্ত্রসহ গ্রেফতার ৮ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা বাতিলের দাবিতে গণ-অনশন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে: ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ জুলাই সনদ জনগণের নয়, উপদেষ্টাদের ভবিষ্যৎ সুবিধার জন্য: হাফিজ ভোলায় বিএনপি-বিজেপি দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ আ.লীগ ইসলাম বিদ্বেষী রাজনীতি করেছে : সালাহউদ্দিন

রাতে যেসব ফল খেলে ঘুম ভালো হয়

অনেকেই রাতের খাবারের পর ঘুমানোর আগে কিছু খাওয়া এড়িয়ে চলে। চিকিৎসকরা ঘুমানোর ঠিক আগেই রাতের খাবারের খেতে নিষেধ করে। তবে যাদের নিদ্রাহীনতার সমস্যা রয়েছে, তারা ঠিক ঘুমানোর আগে কিছু নির্দিষ্ট ফল খেতে পারেন। এসব ফল অনিদ্রার সমস্যা দূর করতে পারে। জেনে নিন কোন ফলগুলো নিদ্রাহীনতার সমস্যা দূর করতে কার্যকর-

কিউয়ি: অনেকেই ফলের সালাদে সবুজ ভিন্ন স্বাদের এই ফল খেতে পছন্দ করে। তবে এই ফল ঘুমের ক্ষেত্রেও সাহায্য করে। চ্যাপেল হিলে অবস্থিত উত্তর ক্যালোরিনার বিশ্ববিদ্যালয় এই ব্যাপারে একটা রিপোর্ট তৈরি করেছিল। তাদের মতে, ঘুমানোর আগের ১ ঘণ্টার মধ্যে ২ টি কিউয়ি খাওয়া উচিত। এতে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার সমস্যা শতকরা ৩০ ভাগ পর্যন্ত দূর হয়। যাদের বার বার ঘুম ভেঙে যাওয়ার সমস্যা আছে, তাদের অবশ্যই কিউয়ি খাওয়ার অভ্যাস গড়তে হবে।

কলা: প্রায় প্রতিদিনই সকালের নাস্তায় কলা খাওয়া হয়। তবে উপকারী এই ফল রাতে ঘুমানোর আগেও খাওয়া যায়। পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামে পরিপূর্ণ এই ফলে কার্বোহাইড্রেটও রয়েছে। তাই কলা খেলে শরীরের পেশিগুলো শিথিল হতে শুরু করে। তাই রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে রাতে ঘুম ভালো হয়।

চেরি: চেরি ফলে অনেক বেশি পরিমাণে মেলাটোনিন থাকে। এটি এমন একটা হরমোন যা মস্তিষ্কে ঘুমের অংশকে নিয়ন্ত্রণ করে। বিশেষজ্ঞদের মতে, চেরির ফলের শরবত খেলে অনিদ্রার সমস্যা দূর হয়। লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটির সমীক্ষায় দেখা গেছে টার্ট চেরি জুস খেলে অতিরিক্ত ঘুমানো যায়। প্রাপ্তবয়স্করা দিনে দু’বার ৮ আউন্স চেরি জুস খেলে দিনে ৮৫ মিনিট বেশি ঘুমাতে পারেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025