বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
আমার বক্তব্যকে ভুলভাবে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে: মির্জা ফখরুল জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই: জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি মুহাম্মদ ইউনূসের মাধ্যমেই হতে হবে: সারজিস জুলাই সনদ ও গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চায় ৮ দল ১৩ নভেম্বর বাকশালপন্থীরা রাস্তায় নামলে মোকাবিলা করা হবে : মামুনুল হক সম্মিলিত ছাত্র সংসদের বিবৃতিতে দেশব্যাপী চিরুনি অভিযান পরিচালনার দাবি শাবিপ্রবির মেয়েদের হলে পানির ফিল্টার দিল শিবির নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: প্রেস সচিব ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ ঘিরে পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিবাদী গুম-খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে প্রামাণ্যচিত্র প্রদর্শনী বুধবার

গাজায় গণহত্যার বিরোধিতা: যুক্তরাজ্যে ৮৩ বছরের ধর্মযাজক গ্রেফতার

গাজায় গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে যুক্তরাজ্যে ৮৩ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত ধর্মযাজককে গ্রেফতার করা হয়েছে। প্যালেস্টাইন অ্যাকশন নামের ফিলিস্তিনপন্থি গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতারের এ ঘটনা ঘটেছে।

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম ‌‘মিডল ইস্ট আই’ ও তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘আনাদোলু এজেন্সি’ এ খবর জানিয়েছে।

গ্রেফতার হওয়া ধর্মযাজক স্যু পারফিট ব্রিস্টলের বাসিন্দা এবং চার্চ অব ইংল্যান্ডের সাবেক ধর্মযাজক।

শনিবার রাত ১২টার কিছু পর তিনি একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। যেখানে লেখা ছিল, ‘আমি গণহত্যার বিরোধী। আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’। এই ব্যানার হাতে রাখার জন্য তাকে গ্রেফতার করে পুলিশ।
ব্রিটিশ সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পর থেকেই এই গোষ্ঠীর প্রতি সমর্থন জানানো বা এর সঙ্গে সম্পৃক্ততা রাখাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। সাজা হতে পারে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করেছিল প্যালেস্টাইন অ্যাকশন। তবে শুক্রবার উচ্চ আদালত তাদের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আবেদন খারিজ করে দেয়।

পরে আপিল বিভাগও এই সিদ্ধান্ত বহাল রাখে। শনিবার রাত থেকে নিষেধাজ্ঞাটি কার্যকর হয়।স্যু পারফিট ছাড়াও শনিবার রাত থেকে অন্তত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।

গ্রেফতারের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এক ব্যবহারকারী লিখেছেন, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এটি কর্তৃত্ববাদের অগ্রযাত্রা।আরেকজন লিখেছেন, ‘স্যু পারফিটকে এখন নায়ক বলা কি বেআইনি হয়ে গেলো?’ আবার কেউ কেউ বলেছেন, যখন বর্তমান দুঃস্বপ্ন কেটে যাবে এই সাহসী মানুষদেরই আমরা মনে রাখবো ।

পারফিটের বন্ধু জেরি হিকস বলেছেন, তিনি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটা তো অপরাধ না।

সূত্র: মিডল ইস্ট আই, আনাদোলু এজেন্সি 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025