Editor Panel
- ৬ জুলাই, ২০২৫ / ১১ Time View
পাকিস্তানের করাচিতে পাঁচতলা একটি আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এখনো জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। খবর খালিজ টাইমসের।
শুক্রবার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টার কিছু পর করাচির লিয়াড়ি এলাকায় ভবনটি ধসে পড়ে।
ওই এলাকায় প্রায় ২০টি পরিবার ভবনটিতে বসবাস করছিল বলে জানা গেছে।শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা জাভেদ নবি খোসো জানান, ধ্বংসস্তূপ থেকে এখনও জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দা দেব রাজ সাংবাদিকদের জানান,’আমার মেয়ে এখনও ধ্বংসস্তূপের নিচে। ছয় মাস আগে তার বিয়ে হয়েছিল।
সে আমার আদরের মেয়ে। এখন সে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ‘বাসিন্দারা জানিয়েছেন, ভবনটি ধসের আগে তারা ফাটল ধরার শব্দ শুনতে পান। ভবনের বাসিন্দা শঙ্কর কামহো, বলেন, ‘আমার স্ত্রী আমাকে ফোন করে বলে ভবন ফাটল ধরছে।
আমি তাকে সঙ্গে সঙ্গে বের হয়ে যেতে বলি। সে প্রতিবেশীদেরও সতর্ক করেছিল। ‘সংকীর্ণ গলির কারণে উদ্ধারকাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি ঢুকতে সমস্যা হচ্ছে। একপর্যায়ে পুলিশ ব্যাটন চার্জ করে জনসাধারণকে সরিয়ে পথ পরিষ্কার করে দেয়।
সূত্র: খালিজ টাইমস