শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ নয় : ডা. জাহিদ নির্বাচনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া হবে : দুদু জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে সরকার অবৈধ বলে বিবেচিত হবে: নুরুল ইসলাম বুলবুল সাত বিভাগীয় শহরে আজ বিক্ষোভ মিছিল করবে জামায়াত বিএনপির সঙ্গে বৈঠকে সিঙ্গাপুরের কূটনীতিকরা মেহেরপুরে লোকসানের শঙ্কা পাটচাষিদের ৯ দিনের সরকারি সফরে পাকিস্তান গেলেন স্বরাষ্ট্র সচিব রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু খাবারে অনিয়ম, চট্টগ্রামে দুই রেস্টুরেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দুটি আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন

মেহেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রকৌশলীসহ নিহত ২

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বনবিভাগের সামনে দুুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ জুন) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাংনী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ও মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান কল্লোল (৪৮) এবং মেহেরপুর শহরের শেখপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে আকমল হোসেন (২২)।

স্থানীয়রা জানান, আকমল হোসেন মেহেরপুর শহর অভিমুখে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন।

অন্যদিকে ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান কল্লোল মেহেরপুর শহর থেকে তার কর্মস্থল গাংনির উদ্দেশ্যে রওনা দেন। বন বিভাগের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় দুজন রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসির শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024