মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
শাবিপ্রবির মেয়েদের হলে পানির ফিল্টার দিল শিবির নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: প্রেস সচিব ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ ঘিরে পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিবাদী গুম-খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে প্রামাণ্যচিত্র প্রদর্শনী বুধবার গণভোট না হলে সংবিধান অনুযায়ী নির্বাচন ২৯ সালে: আযাদ সংবিধানে রাষ্ট্রপতির আদেশ জারির কোনো বিধান নেই: সালাহউদ্দিন আহমদ ৮ দলের সমাবেশ, লোকে লোকারণ্য খন্দকার মোশাররফ বলেন ,সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে দায় সরকারের ওপরেই বর্তাবে ৮ দলের সমাবেশ: পল্টন মোড়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মেহেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রকৌশলীসহ নিহত ২

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বনবিভাগের সামনে দুুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ জুন) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাংনী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ও মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান কল্লোল (৪৮) এবং মেহেরপুর শহরের শেখপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে আকমল হোসেন (২২)।

স্থানীয়রা জানান, আকমল হোসেন মেহেরপুর শহর অভিমুখে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন।

অন্যদিকে ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান কল্লোল মেহেরপুর শহর থেকে তার কর্মস্থল গাংনির উদ্দেশ্যে রওনা দেন। বন বিভাগের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় দুজন রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসির শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025