মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম :

ভারতে যাওয়ার সময় নেত্রকোনার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সানুয়ারুজ্জামান জোসেফকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) বেলা ১১টার দিকে মেডিকেল ভিসা নিয়ে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

সানুয়ারুজ্জামান জোসেফ নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাটি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

ইমিগ্রেশন সূত্র জানায়, সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন সানুয়ারুজ্জামান জোসেফ। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার বিরুদ্ধে খালিয়াজুড়ি থানায় বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।

বেনাপোল ইমিগ্রেশনের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান,
সাবেক চেয়ারম্যান সানুয়ারুজ্জামান জোসেফ ভারতে যেতে পারেন। সে মোতাবেক বহির্গমন বিভাগের সব কর্মকর্তাকে সতর্ক করা হয়। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, গ্রেফতার আওয়ামী লীগ নেতাকে আমাদের কাছে রয়েছে। তাকে নেত্রকোনা জেলা সদরের খালিয়াজুড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024