বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :

রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া‘র এজিএম অনুষ্ঠিত

রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া‘র এজিএম অনুষ্ঠিত
গত ৩০ নভেম্বর (শনিবার) সিডনির ক্যথেরিন পার্ক কমিউনিটি সেন্টার ওরান পার্ক’এ অনুষ্ঠিত হয়ে গেল রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (রুয়া’র) এনুয়াল জেনারেল মিটিং(এজিএম) ও গেট-টুগেদার।
মূলত অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসকারীরাজশাহী ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী ও তাদেরপরিবারবর্গ এতে অংশগ্রহন করে্ন। এছাড়া ক্যানবেরা ও মেলবোর্নথেকেও রাবির প্রাক্তনীরা যোগ দিয়ে রুয়ার এই আয়োজনকে আরওবর্ণিল করে তোলেন।
গান, আড্ডা, খেলাধুলা, ক্যাম্পাস জীবনের রঙ্গীন দিনের স্মৃতিচারণেরমধ্য দিয়ে দিনটিকে সবাই উপভোগ করেন।সিডনির আবহাওয়ায় মেঘবৃষ্টির লুকোচুরি খেলার সাথে সাথে ওরান পার্কের নির্ধারিত অডিটরিয়ামপ্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী ও তাদের পরিবারবর্গ দিয়ে কানায়কানায় পরিপূর্ণ হয়ে উঠে।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া’র জাতীয় সঙ্গীত এবং আস্ট্রেলিয়া’র আদিবাসিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে শুরু হয়। মুল পর্বেঅনুষ্ঠান পরিচালনা করেন রুয়া’র সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল খালিদ শুভ। রাবির প্রাক্তনিরা মঞ্চে এসে তাদের তাদের অনুভুতি শেয়ার করেন। কেউ কেউ গান গেয়ে শোনান। নাচ করেন ঐশী। অতিথি শিল্পিদের মধ্যে ছিলেন অনুপম এবং মারিয়া। জিলাপী,সিঙ্গারা, কেক ও চা আপ্যায়নের মধ্য দিয়ে গানের তালে চলতে থাকে পুরোনো দিনের গল্প ও আড্ডা।
সাধারন সম্পাদক তারিক জামন তুহিন এর পরিচালনায় এবং সভাপতি জুলফিকার আহমদ এর সভাপতিত্বে এজিএম পর্ব শুরু হয়। তারিক জামান ও জুলফিকার আহমদ রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (রুয়া) এর সার্বিকউন্নয়ন ও ভবিষ্যত কর্ম পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে উপস্থিত অতিথিদের সাথে মত বিনিময় করেন।
নির্বাচন কমিশনার সুধীর লোধ এজিএম এর বিধি অনুযায়ী উপস্থিত অতিথিদের সম্মতিতে পরবর্তী দুই বছরের জন্য ২২ সদস্যবিশিষ্ট রুয়া’র নতুন নির্বাহী কমিটি গঠন করে উপস্থিত সবার সাথে পরিচয় করিয়ে দে্ন।
প্রেসিডেন্ট জুলফিকার আহমেদ, ভাইস প্রেসিডেন্ট শহীদ এইচ চৌধুরী তরুন, ভাইস প্রেসিডেন্ট জুবায়েদুর রহমান টুটুল, ট্রেজারার ডঃ হেদায়েতুল ইসলাম, জেনারেল সেক্রেটারী তারিক জামান তুহিন, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী শিপন দাস, অরগানাইজিং সেক্রেটারী আনিসুর রহমান নান্টু, কালচারাল সেক্রেটারী ফয়সাল খালিদ শুভ, পাবলিকেশন ও কমুনিকেশন সেক্রেটারী অনিতা জাহিদ।
রুয়া’র কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দের মধ্যে আছেন ডঃবদরুল খান, মেসবা হোসেন, জিয়া হাসান, ডঃ ফেরদৌসি জাহান, তাহমিনা রেজওয়ান, ফওজিয়া সুলতানা নাজলী, রোকসানা রহমানরাকা, ফারহানা পারভিন সিমি, মমতাজ জাহান চম্পা, সেলিমা রহমান, কাজী জলি ও এমডি সাইফুল ইসলাম।
কেক কাটার মধ্য দিয়ে উতসবের আবহে নতুন কমিটিকে উপস্থিত সবাইস্বাগত জানান। এরপর এ এন জেড ব্যাংক এর সৌজন্যে র্যাফেল ড্র’রআকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের মাঝে তুলে দেন এ এন জেড ব্যাংক পক্ষথেকে মিস্টার টুন এবং মহিলাদের বল পাসিং খেলার বিজয়ীদের হাতেপুরস্কার তুলে দেন জুলফিকার আহমেদ। এরপর ডিনার পরিবেশন করা হয়।
সব শেষে প্রেসিডেন্ট জনাব জুলফিকার আহমেদ উপস্থিত অতিথিদেরধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024