বুধবার, ০৯ Jul ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

সিডনিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ওআলোচনা সভা

সিডনি অফিস:

বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ওআলোচনা সভা ১লা জুন ২০২৫ রবিবার রকডেলস্থ স্টার বিরিয়ানি হল রুমে অনুষ্ঠত হয়।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মো-মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মোঃআবুল হাছান,এবং সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুমের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি জনাব মনিরুল হক জর্জ,সাবেক সাধারণ সম্পাদক জনাব,লিয়াকত আলী স্বপন, বিএনপি অস্ট্রেলিয়ার উপদেষ্টা রুহুল আহম্মেদ সওদাগর, ডাঃআব্দুল ওহাব বকুল, সহসভাপতি এসএম নিগার এলাহী চৌধুরী,সহসভাপতি এবং নিউসাউথওয়েলস বিএনপি আহ্ববায়ক আজাদ কামরুল হাসান, বেল্লাল হোসেন ঢালী,মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু,ইন্জিনিয়ার শাহীন আরিফ ভূইয়া,আলোচক হিসাবে বক্তব্যে রাখেন ছাত্রদলের নেতা জুলাই ৩৬ অনলাইন একটিভিস্ট ড. ফয়সাল কবির শুভ,বিশেষ বক্তা বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক, খাইরুল কবির পিন্টু,ইন্জিনিয়ার মিনহাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্ববায়ক এসএম খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুসুর রহমান, মহিলা নেতা তাছলিমা কবির, নিউসাউথওয়েলস বিএনপির যুগ্ম আহ্ববায়ক অহিদুল ইসলাম অপু। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন ডক্টর মাওলানা ফেরদৌস আহম্মেদ।
আরো উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার কোষাধ্যক্ষ আমিনুর রহমান ফরিদ,প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা,সমাজকল্যাণ সম্পাদক গোলাম রাব্বী শুভ্র ,সহ সাংগঠনিক সম্পাদক অসিত গোমেজ,নিউসাউথওয়েলস বিএনপির সিনিয়র যুগ্ম আহ্ববায়ক মোমিনুল ইসলাম,ফয়সাল আহম্মেদ, মো আবুল কাশেম,সুধন যোসেফ ক্রুশ, শহিদুল্লাহ,
সোহেল কর্নিলিয়াস পালমা,মোহাম্মদ বাবুল খন্দকার,মহি উদ্দিন,ফজলে প্রধান রুমু,মাহবুবুল হক দুলাল,সোহেল কর্নেলিয়াস পালমা,সুধন যোসেফ ক্রুশ,বনিফেস কোড়াইয়া, রায়হান হাসানাত,এলভিস কস্তা,সংকর গমেজ,এলবার্ট রোজারিও
বিজন পালমা প্রমুখ।


সভাপতির বক্তব্যে মো.মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন,১৯৭১ এবং ১৯৭৫ সালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকায় অনুপ্রেরণা হিসাবে ২০২৪ সালের ছাত্রজনতার আন্দোলনকে উদ্ভুদ্ধ করেছিলেন।
মনিরুল হক জর্জ বলেন, বাংলাদেশের প্রত্যেকটি ক্লান্তি কালে জিয়া পরিবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।আশা করি অতিশীঘ্রই অন্তবর্তীকালীন সরকার সঠিক নির্বাচনী রোড ম্যাপের মাধ্যমে বাংলাদেশকে সঠিক গন্তব্যে পৌঁছাবেন।

লিয়াকত আলী স্বপন বলেন, গত ১৭বছর বিএনপিকে নিয়ে অনেক সড়যন্ত্র হয়েছিল কিন্তু তারেক রহমানের সঠিক নেতৃত্বে আজ বাংলাদেশে সবচেয়ে বড় দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।
ড.ফয়সাল কবির শুভ বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন সফল সৎ রাষ্ট্রপ্রধান ছিলেন উনার ১৯ দফার পরিকল্পনা এবং বর্তমানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের ভবিষৎরাজনীতি এবং অর্থ নীতিতে কোন সমস্যা থাকবেনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024