রবিবার, ২০ Jul ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
শনিবার ঢাকায় সমাবেশ- বিপুল সমাগমে দুর্ভোগের আশঙ্কায় জামায়াতের আগাম দুঃখ প্রকাশ ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে ‘ডেভিল রানি:সোহেল তাজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন শারমিন আহমদ ও সোহেল তাজ জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব : আসিফ মাহমুদ গোপালগঞ্জে কারফিউ অব্যাহত থাকবে: স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবসায়ী সোহাগ হত্যা: তিন আসামির স্বীকারোক্তি তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের দুঃসাহস দেখাবেন না : মীর হেলাল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুঃসাহস মোকাবেলা করতে হবে: গোলাম পরওয়ার নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে : রিজভী গণঅভ্যুত্থান হয়েছিল ডেমোক্রেসির জন্য, চলছে মবোক্রেসি : সালাহউদ্দিন আহমদ

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫১

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ১১৬টি মৃতদেহ এবং ৪৬৩ জন আহত ব্যক্তি পৌঁছেছে, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ১৮ মার্চ হামাসের সঙ্গে ঘোষিত অস্ত্রবিরতি ভঙ্গের পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ৬,৩১৫ জন ফিলিস্তিনি নিহত এবং ২২,০৬৪ জন আহত হয়েছেন।

এদিকে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ৫৬,৬৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,৩৪,১০৫ জন আহত হয়েছেন।

এই পরিসংখ্যান ইঙ্গিত দেয়, ইসরায়েল-হামাস যুদ্ধ এক ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে। গাজার স্বাস্থ্য অবকাঠামো ইতোমধ্যেই ধ্বংসপ্রাপ্ত এবং বহু পরিবার জীবনরক্ষাকারী সহায়তা ছাড়াই জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। অবরুদ্ধ গাজায় সহিংসতার প্রতিদিনের এ চিত্র বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে, কিন্তু সহিংসতা বন্ধের কার্যকর কূটনৈতিক পদক্ষেপ এখনও অধরাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024