রবিবার, ১৫ Jun ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের একাধিক শহরে ফের ইসরায়েলের হামলা আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তার নির্দেশ সৌদি বাদশাহর । ইসরায়েলে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তেহরানে আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় নিহত ৬০ ইসরায়েলের হামলায় ইরানের আরও তিন পরমাণু বিজ্ঞানী নিহত উত্তরায় র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই মামলার চাপ কমাতে আপস-মধ্যস্থতা বাধ্যতামূলক করা গুরুত্বপূর্ণ: আইন উপদেষ্টা পুলিশের কাছে রাইফেল থাকলেও মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে গেছে: জাতীয়তাবাদী সমমনা জোট সরকার ও বিএনপির সমঝোতা রাজনৈতিক সংকট দূর করবে: ইসলামী আন্দোলন

ক্যানবেরায় কুয়েট অ্যালামনাইয়ের প্রাণবন্ত মিলনমেলা: স্মৃতির মোড়কে ঐক্যের উৎসব

অনলাইন ডেস্ক
ক্যানবেরা, ১৭ মে ২০২৫ — উষ্ণ আবেগ, প্রাণবন্ত সংযোগ আর স্মৃতিময় মুহূর্তে ভরপুর ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান, যা অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার হৃদয়ে অবস্থিত ওডেনের সাউদার্ন ক্রস ক্লাবের করিনা রুম ১-এ অনুষ্ঠিত হয়।
শনিবার, ১৭ মে সকাল ১১টায় শুরু হওয়া এই বিশেষ আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে আগত কুয়েট স্নাতকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বিশেষত্ব ছিল বাংলাদেশের মান্যবর হাইকমিশনার এফ.এম. বোরহানউদ্দিন এবং অস্ট্রেলিয়ান ফেডারেল সংসদ সদস্য ডেভিড স্মিথ-এর উপস্থিতি, যাঁরা প্রধান অতিথি হিসেবে অনুপ্রেরণাদায়ক বক্তব্য দিয়ে অনুষ্ঠানের গুরুত্ব ও মর্যাদা বাড়িয়ে দেন।
পুনর্মিলনীতে ছিল আন্তরিক স্বাগত বক্তব্য, পরিচিতিমূলক পর্ব, স্মৃতিচারণ, এবং একটি প্রাণবন্ত নেটওয়ার্কিং সেশন। অংশগ্রহণকারীরা তাঁদের কুয়েট জীবনের স্মৃতি ভাগাভাগি করে নেন, যা অনুষ্ঠানকে করে তোলে এক আবেগঘন মিলনমেলা। মধ্যাহ্নভোজে পরিবেশিত হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার এবং অস্ট্রেলিয়ান স্বাদের অপূর্ব সংমিশ্রণ, যা রসনার পাশাপাশি সংস্কৃতির সেতুবন্ধনও তৈরি করে।
একজন আয়োজক বলেন, “এই অনুষ্ঠান আমাদের পেশাগত জীবনের বাইরে এক মানবিক ও আবেগঘন সংযোগের মুহূর্ত এনে দিয়েছে। এটি ছিল কুয়েট পরিবারের প্রতি আমাদের ভালোবাসার এক নিঃশর্ত প্রকাশ।”
করিনা রুম ১-এর পরিপাটি পরিবেশ ও অতিথিসেবার গুণগত মান পুরো আয়োজনকে করে তোলে আরও সার্থক ও মনে রাখার মতো।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নিয়মিতভাবে এমন আয়োজন চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং কুয়েট অ্যালামনাই কমিউনিটির শক্তিশালী বন্ধন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সফল ও আবেগময় পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য আয়োজক দলকে জানানো হয় আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা। প্রত্যাশা করা হচ্ছে, এটি ভবিষ্যতের আরও বৃহৎ, উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগের জন্য অনুপ্রেরণার উৎস হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024