Editor Panel
- ২১ জুন, ২০২৫ / ১২০ Time View
ইসরায়েলের সাথে হামলা পাল্টা-হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শুক্রবার ইরানের সেমনান শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (প্রায় ৬ মাইল)।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সেমনান শহর, যা রাজধানী তেহরান থেকে প্রায় ১৪৫ মাইল (২৩৩ কিলোমিটার) পূর্বে অবস্থিত।
ভূমিকম্পটি রাজধানী তেহরান পর্যন্ত অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।ভূমিকম্পটি ইরানের কোম প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ ফর্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি সংঘটিত হয়, যা ভূমিকম্পটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভূমিকম্প ঘিরে নানা গুজব ছড়িয়েছে।
একজন ইরানি ব্লগার তাঁর টেলিগ্রাম চ্যানেলে দাবি করেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হয়তো কোনো ‘পরীক্ষা’ চালাচ্ছিল, যার ফলে ভূকম্পন হয়েছে।
তবে এই দাবি এখনো নির্ভরযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হয়নি।তবে ইরানের প্রধান গণমাধ্যমগুলো ভূমিকম্পের খবর দিলেও ‘পরীক্ষা’ নিয়ে কিছু জানায়নি। বিভিন্ন সংবাদমাধ্যম কেউ ৫ দশমিক ২ মাত্রা, কেউবা ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে উল্লেখ করেছে। তাই প্রশ্ন উঠেছে— সত্যিই কি ইরানে ভূকম্পনের কারণ গোপন পারমাণবিক পরীক্ষা।