শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

ভূমিকম্প নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ও আজহারী

ঢাকায় আজ সকালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে ঢাকাসহ সারা দেশের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ভূমিকম্পে ঢাকার বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। কয়েকজন নিহত হওয়ারও খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর থেকে স্যোশাল মিডিয়ায় অনেকেই ভূমিকম্প নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। ভূমিকম্প নিয়ে স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় দুই আলেম শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারীও।

শায়খ আহমাদুল্লাহ লিখেছেন,

“এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন।

সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার (সুরা হজ: ১)

ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হলেই হয়তো আমাদের অনেকের জীবনের শেষ দিন হতো আজ।

আজকে ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য।

আসুন, বিলম্ব না করে আল্লাহর দিকে সমর্পিত হই। তাওবা করি। প্রস্তুত হই।”

ড. মিজানুর রহমান আজহারী লিখেছেন,

“ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর ‘না’ হলে শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো। এই কম্পনে টের না পেলেও চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের শুধরে নিই।

তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে? (সুরা মুলক: ১৬)”

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025