রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
শত্রু থেকে মিত্র’ ট্রাম্প-মামদানির সম্পর্ক তাহলে কি বদলে গেলো? আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল রাজনৈতিক কোনো জোট করবো না, নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হবে: জামায়াত আমির সন্ধ্যায় ঢাকা ও আশপাশে দুইবার ভূমিকম্প ঢাকায় সকালের পর সন্ধ্যায় ফের ভূমিকম্প নরসিংদীজুড়ে ভূমিকম্পের চিহ্ন, ফেটে ৭-৮ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে মাটি নিয়ম মেনে বহুতল ভবন নির্মাণ কঠোরভাবে তদারকি করতে হবে: জামায়াত আমির গত ১০ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কিছু করেনি জামায়াত: মির্জা ফখরুল আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন

গোয়েন্দা ব্যর্থতা, নিরাপত্তা ঘাটতি তদন্তের দাবি কংগ্রেসের: কাশ্মীর হামলা

কাশ্মীরে সাম্প্রতিক ভয়াবহ হামলার পর, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। দলটি হামলার পেছনে গোয়েন্দা তথ্যের ব্যর্থতা এবং নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।

কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) এক বিবৃতিতে বলা হয়, যে এলাকায় হামলা ঘটেছে, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণাধীন। তাই এই হামলা ঠেকাতে গোয়েন্দা ব্যর্থতা এবং নিরাপত্তা ঘাটতির একটি বিস্তৃত ও স্বচ্ছ বিশ্লেষণ অত্যন্ত জরুরি।

 

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে দলের বিবৃতিটি শেয়ার করেন। এতে আরও বলা হয়, জনস্বার্থে এই প্রশ্নগুলো তোলা আবশ্যক। কেবল সঠিক তদন্ত ও জবাবদিহিতার মাধ্যমেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায়বিচার পেতে পারে।

সংশ্লিষ্ট বিবৃতিতে কংগ্রেস পার্টি আগামী অমরনাথ যাত্রা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রতি বছর লক্ষাধিক হিন্দু তীর্থযাত্রী এই যাত্রায় অংশ নেন। সিডব্লিউসি বলেছে, অমরনাথ যাত্রার আগে অবিলম্বে একটি শক্তিশালী, স্বচ্ছ ও সক্রিয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কাশ্মীরের অনন্তনাগে গত মঙ্গলবার প্রাণঘাতী হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন। প্রথমে জানা যায়, নিহত সবাই পর্যটক ছিলেন। কিন্তু সেখানে সাধারণ পর্যটকদের লক্ষ্য করে হামলা চালানো হয়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে দায় স্বীকার করা কাশ্মীরের একটি বিদ্রোহী গ্রুপ দ্য রেজিসট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।

গ্রুপটি জানিয়েছে, বিবৃতিতে আরও বলা হয়, এটি কোনো সাধারণ পর্যটক দল ছিল না, বরং গবেষণার জন্য দায়িত্বপ্রাপ্ত একটি গোপন সংস্থা ছিল। যাদেরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তাদের সঙ্গে ভারতের নিরাপত্তা বাহিনীর সম্পর্ক রয়েছে।

 

টিআরএফ বলেছে, এই হামলা শুধু দিল্লির জন্যই নয়, বরং যারা দিল্লির প্রশ্নবিদ্ধ কৌশলগুলোকে সমর্থন করে তাদের জন্যও একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে। সেই সঙ্গে অঞ্চলটিতে নিজেদের কার্যক্রম বাড়ানোর কথাও জানিয়েছে গ্রুপটি।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025