Editor Panel
- ৮ অক্টোবর, ২০২৫ / ৪৮ Time View
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা শুধুমাত্র উচ্চকক্ষে পিআর চাই, নিম্নকক্ষে চাই না। আমরা মনে করি, উচ্চকক্ষে পিআর পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। সেখানে যদি এটি সফলতার মুখ দেখে, বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে এবং দেশ যদি লাভবান হয় তাহলে পরবর্তীতে নিম্নকক্ষ নিয়েও চিন্তা করা যেতে পারে। ‘
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এসময় তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, ‘আমরা বিশ্বাস করি, বর্তমান সময়ে কোনো রাজনৈতিক দলের ২৫ ভাগ ফিক্সড ভোট নেই। প্রায় ৪৮ থেকে ৬৫ ভাগ মানুষ এখনো সিদ্ধান্তহীন, তারা কাকে ভোট দেবে তা নির্ধারণ করেনি। ১৮ থেকে ৪০ বছর বয়সী অনেক ভোটার আগে কখনো স্বাধীনভাবে ভোট দিতে পারেনি।
তিনি আরও বলেন, এই বিশাল ভোটারগোষ্ঠীই আসলে পরিবর্তনের সাক্ষী।
তারা কোনো দল বা প্রতীকে নয় বরং যাদের প্রতি আস্থা পাবে যারা আগামী পাঁচ বছর দেশের দায়িত্ব নিতে সক্ষম, তাদেরকেই ভোট দেবে।তিনি আরও বলেন, যারা অহংকারে ভুগছেন বা ভাবছেন তাদের ভোট নিশ্চিত, ‘তাদের আমরা সচেতন ও সতর্ক করতে চাই। মানুষের কাছে যান, মানুষের জন্য কাজ করুন। মানুষের বিপরীতে যা করছেন, তার ফল আপনি প্রতিদিনই পাচ্ছেন।
আগামী নির্বাচনে এর বাস্তব চিত্র আমরা স্পষ্টভাবে দেখতে পাব। ‘