রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
শত্রু থেকে মিত্র’ ট্রাম্প-মামদানির সম্পর্ক তাহলে কি বদলে গেলো? আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল রাজনৈতিক কোনো জোট করবো না, নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হবে: জামায়াত আমির সন্ধ্যায় ঢাকা ও আশপাশে দুইবার ভূমিকম্প ঢাকায় সকালের পর সন্ধ্যায় ফের ভূমিকম্প নরসিংদীজুড়ে ভূমিকম্পের চিহ্ন, ফেটে ৭-৮ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে মাটি নিয়ম মেনে বহুতল ভবন নির্মাণ কঠোরভাবে তদারকি করতে হবে: জামায়াত আমির গত ১০ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কিছু করেনি জামায়াত: মির্জা ফখরুল আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন

‌‘হাসিনার সিদ্ধান্তের বিরোধীতা করায় আবরারকে পিটিয়ে হত্যা করা হয়’:শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আবরার ফাহাদ ইসলামিক নিয়মে জীবনযাপন করতেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন৷ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে মোংলা দিয়ে দেয়ার বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন তিনি। আর তাতেই তাকে তার সহপাঠীরা পিটিয়ে হত্যা করে।

মঙ্গলবার কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের কনভেনশন হলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর আয়োজনে সিরাতপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক হাছান আহমেদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি নাজমুল হাছান, ডা. আব্দুল্লাহ খান, মনির হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025