রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
শত্রু থেকে মিত্র’ ট্রাম্প-মামদানির সম্পর্ক তাহলে কি বদলে গেলো? আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল রাজনৈতিক কোনো জোট করবো না, নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হবে: জামায়াত আমির সন্ধ্যায় ঢাকা ও আশপাশে দুইবার ভূমিকম্প ঢাকায় সকালের পর সন্ধ্যায় ফের ভূমিকম্প নরসিংদীজুড়ে ভূমিকম্পের চিহ্ন, ফেটে ৭-৮ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে মাটি নিয়ম মেনে বহুতল ভবন নির্মাণ কঠোরভাবে তদারকি করতে হবে: জামায়াত আমির গত ১০ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কিছু করেনি জামায়াত: মির্জা ফখরুল আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন

যারা টালবাহানা করে ভোট ঠেকাতে চায়, তারাই দেশের বড় শত্রু: দুদু

বিভিন্ন টালবাহানা করে যারা ভোট ঠেকাতে চায় তারাই দেশের, গণতন্ত্রের ও স্বাধীনতার বড় শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এটা আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশ থাকলে আমরা সবাই থাকবো। বাংলাদেশ থাকলে সব সমস্যার সমাধান হবে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

দুদু বলেন, বাংলাদেশ তখনই বিপন্ন হবে যখন গণতান্ত্রিকভাবে জনগণসম্পৃক্ত একটি সরকারের অনুপস্থিত থাকবে। নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকারের দায়িত্ববোধ আর অনির্বাচিত অথবা অন্তর্বর্তী সরকারের দায়িত্ববোধ এক নয়।

দেশে গত সরকার জোর করে ১৫টি বছর তথাকথিত ভোটের নামে তামাশার মধ্য দিয়ে ক্ষমতা আকড়েছিল মন্তব্য করে তিনি বলেন, তারাই হচ্ছে বাংলাদেশের জন্য সব চেয়ে বিপজ্জনক শক্তি। শেখ হাসিনা নিজেকে গণ দুশমন ও গণশত্রু হিসেবে তার কার্যক্রমের মধ্য দিয়ে নিজেকে জাতির কাছে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। এত বড় ফ্যাসিস্ট এত বড় গণহত্যাকারী এত বড় লুটপাটকারী বাংলাদেশে ৫৪ বছরে কখনো কেউ দেখেনি।

বিএনপির এই নেতা বলেন, যারা এই দেশকে শত্রু ভাবাপন্ন দেশ হিসেবে মনে করছে, সেই ভারতের কোলে গিয়ে তিনি (হাসিনা) আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগ এত বড় নির্দয়, নির্মম শক্তি হওয়া সত্ত্বেও চিহ্নিত গণহত্যাকারী হওয়া সত্ত্বেও তাকে তারা আশ্রয় দিয়েছে। বন্ধুত্বের মুখোশে তারা গণহত্যাকারী সমর্থনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে এই গণহত্যাকারীদের এবং তাদের বন্ধুদের আমাদের রুখতে হবে, ঠেকাতে হবে, সজাগ থাকতে হবে। আর তা যদি সজাগ না থাকে তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025