রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
শত্রু থেকে মিত্র’ ট্রাম্প-মামদানির সম্পর্ক তাহলে কি বদলে গেলো? আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল রাজনৈতিক কোনো জোট করবো না, নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হবে: জামায়াত আমির সন্ধ্যায় ঢাকা ও আশপাশে দুইবার ভূমিকম্প ঢাকায় সকালের পর সন্ধ্যায় ফের ভূমিকম্প নরসিংদীজুড়ে ভূমিকম্পের চিহ্ন, ফেটে ৭-৮ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে মাটি নিয়ম মেনে বহুতল ভবন নির্মাণ কঠোরভাবে তদারকি করতে হবে: জামায়াত আমির গত ১০ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কিছু করেনি জামায়াত: মির্জা ফখরুল আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন

জ্ঞানভিত্তিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আযাদের

জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণায় জ্ঞান ও ইনসাফের ভিত্তিতে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে এবং আগামী প্রজন্মের জন্য উন্নত ও নিরাপদ মহেশখালী উপজেলা প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

শনিবার মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত বিজ্ঞান উৎসবে তিনি এ আহ্বান জানান।

পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউরেকা শিক্ষা উৎসব সিজন-১ এ প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আযাদ আরো বলেন, মহেশখালী উপজেলা শুধু একটা দ্বীপ নয় এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। মহেশখালীকে নিয়ে পুরো দেশ নতুন করে স্বপ্ন দেখছে।

বাংলাদেশের জন্য এটি উন্নয়নের একটা হাব।তিনি বলেন, মহেশখালীকে ঘিরে সরকার নতুন নতুন পরিকল্পনা প্রনয়ণ ও গ্রহণ করছে। মহেশখালী উপজেলার মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ অর্থনৈতিক অঞ্চল স্থাপন হবে। হাজার হাজার কোটি টাকা দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে।

ফলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।তিনি আরও বলেন, এক সময়ে শিক্ষায় পিছিয়ে পড়া মহেশখালী উপজেলা এখন আগের মতো নেই। মহেশখালী, কুতুবদিয়ার সন্তানরা দেশের নেতৃত্ব দিচ্ছে।

হামিদুর রহমান আযাদ মহেশখালী-কুতুবদিয়ার উন্নয়নের কথা স্মরণ করিয়ে বলেন, যারা এতোদিন পারেনি তারা আর পারবে না।

যারা নিজের উন্নয়নের জন্য ব্যস্ত জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য চিন্তা করার সময় তাদের নেই। তাই স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে সরকারের পরিবর্তন হয়েছে, নেতার ও পরিবারের সদস্যদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু মহেশখালী-কুতুবদিয়ার সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি।মহেশখালীতে সর্বপ্রথম ইউরেকা শিক্ষা উৎসবে বিশেষ অতিথির বক্তব্য দেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিআইপি আব্দু শুকুর, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজর হক, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক, কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025