রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
শত্রু থেকে মিত্র’ ট্রাম্প-মামদানির সম্পর্ক তাহলে কি বদলে গেলো? আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল রাজনৈতিক কোনো জোট করবো না, নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হবে: জামায়াত আমির সন্ধ্যায় ঢাকা ও আশপাশে দুইবার ভূমিকম্প ঢাকায় সকালের পর সন্ধ্যায় ফের ভূমিকম্প নরসিংদীজুড়ে ভূমিকম্পের চিহ্ন, ফেটে ৭-৮ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে মাটি নিয়ম মেনে বহুতল ভবন নির্মাণ কঠোরভাবে তদারকি করতে হবে: জামায়াত আমির গত ১০ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কিছু করেনি জামায়াত: মির্জা ফখরুল আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন

আগামী নির্বাচনে আধিপত্যবাদ রুখে দেওয়া হবে: জামায়াত নেতা

চট্টগ্রাম-১০ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, এ দেশ স্বাধীন হয়েছে কারো তাবেদারি করতে নয়। অতীতে দেখেছি একদল মানুষ পিন্ডির জুজু দেখিয়ে দিল্লির আধিপত্যবাদ মানুষের ওপর চাপিয়ে দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অন্য দেশের আধিপত্যবাদ চলবে না। আগামী নির্বাচনে সকল ধরনের আধিপত্যবাদ রুখে দেওয়া হবে।

শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানার উদ্যোগে আগ্রাবাদ বাদামতলী এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

থানা সভাপতি আকরাম হোসেন জিহাদের সভাপতিত্বে ও ২৪ নম্বর ওয়ার্ড সভাপতি কায়সারল আলমের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন নগর ফেডারেশনের সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, জামায়াত ইসলামী ২৪ নম্বর ওয়ার্ড আমির মাওলানা মো. ইমরান হোসাইন, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মালেক প্রমুখ।

অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, আমাদের পার্শ্ববর্তী একটি বৃহৎ দেশ রয়েছে। যাদের সঙ্গে আমরা প্রতিবেশী হিসেবে সবসময় সুসম্পর্ক চেয়েছি। কিন্তু দুঃখজনক হলে সত্য তারা আমাদের ওপর সর্বদা আধিপত্যবাদ কায়েম করতে চেয়েছে। তারা আমাদের নদীগুলোর ওপরে বাঁধ নির্মাণ করে এদেশের খেটে খাওয়া কৃষিজীবী মানুষদের মাঠে মেরে ফেলেছে। অপরদিকে এদেশের কলকারখানা বন্ধ করার জন্য স্বাধীনতার পর থেকেই নানামুখী চক্রান্ত করে আসছে। তারা আমাদের দেশের পাটকলসহ বড় বড় কারখানাগুলো বন্ধ করে দিয়ে এ দেশের মানুষকে কর্মহীন করেছে। আজকে লক্ষ কোটি শ্রমজীবী মানুষ কর্মহীন। কারখানাগুলো বন্ধ হওয়ায় রপ্তানি দিন দিন কমছে। ফলে অসম বাণিজ্য ঘাটতির কারণে আমাদের দেশের টাকার মান তলানিতে ঠেকেছে। অর্থনীতির এ দুর্দশায় চরম দুর্ভোগে পড়েছে এদেশের শ্রমজীবী মানুষ। কারণ টাকার মান কমে যাওয়ার কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025