রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
শত্রু থেকে মিত্র’ ট্রাম্প-মামদানির সম্পর্ক তাহলে কি বদলে গেলো? আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল রাজনৈতিক কোনো জোট করবো না, নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হবে: জামায়াত আমির সন্ধ্যায় ঢাকা ও আশপাশে দুইবার ভূমিকম্প ঢাকায় সকালের পর সন্ধ্যায় ফের ভূমিকম্প নরসিংদীজুড়ে ভূমিকম্পের চিহ্ন, ফেটে ৭-৮ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে মাটি নিয়ম মেনে বহুতল ভবন নির্মাণ কঠোরভাবে তদারকি করতে হবে: জামায়াত আমির গত ১০ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কিছু করেনি জামায়াত: মির্জা ফখরুল আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন

গাজা মুসলমানদের ঈমান এবং সংস্কৃতির অংশ: আব্দুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম বলেছেন, বিশ্বের বহু দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে। অথচ ইসরায়েল এটাকে কর্ণপাত না করে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। আমরা মনে করি ফিলিস্তিন একটি স্বাধীন দেশ, ফিলিস্তিন এবং গাজা মুসলমানদের ঈমান এবং সংস্কৃতি- মূল্যবোধের অংশ। আমাদের ঈমানের মধ্যে আল-আকসা মসজিদের প্রদীপ আছে।

শুক্রবার (৩ অক্টোবর) গাজায় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা মানবতা এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্যে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম অব্যাহত রাখবো। বাংলাদেশের একজন সাংবাদিক আলোকচিত্রী শহিদুল আলম এই মানবতার কর্মীদের ফ্লোটিলাতে আছে। আরেকজন বাংলাদেশি বংশোদ্ভূত নারীও আছে। আমরা মনে করি এই দুইজন বাংলাদেশকে উজ্জ্বল করেছে। আমাদের ঈমান আছে, আমাদের রক্ত আছে, প্রয়োজনে আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ এবং জিহাদ করার জন্য প্রস্তুত আছি।

এ সময় সমাবেশের সভাপতি ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দীন জাগো নিউজকে বলেন, গাজায় এই নরকীয় হত্যাযজ্ঞের জন্য দালাল মুসলিম দেশগুলোরও দায় রয়েছে। এই বর্বর হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।

তিনি বলেন, গাজায় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় আক্রমণ হচ্ছে। মাত্র একটি মাত্র জাহাজ গাজা উপকূলে যাচ্ছে। অবিলম্বে মানবাধিকার কর্মীদের মুক্তি দিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025