শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
শত্রু থেকে মিত্র’ ট্রাম্প-মামদানির সম্পর্ক তাহলে কি বদলে গেলো? আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল রাজনৈতিক কোনো জোট করবো না, নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হবে: জামায়াত আমির সন্ধ্যায় ঢাকা ও আশপাশে দুইবার ভূমিকম্প ঢাকায় সকালের পর সন্ধ্যায় ফের ভূমিকম্প নরসিংদীজুড়ে ভূমিকম্পের চিহ্ন, ফেটে ৭-৮ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে মাটি নিয়ম মেনে বহুতল ভবন নির্মাণ কঠোরভাবে তদারকি করতে হবে: জামায়াত আমির গত ১০ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কিছু করেনি জামায়াত: মির্জা ফখরুল আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন

মাদরাসায় ইংরেজি ও গণিতের পাশাপাশি আরবি শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান

মাদরাসা শিক্ষার ঐতিহ্য ধরে রাখতে ইংরেজি ও গণিতের পাশাপাশি আরবি শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

বুধবার ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, সারাদেশে মাদরাসাগুলোতে লাখ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাস্তব ও বিজ্ঞানভিত্তিক জ্ঞানও সমানভাবে অর্জন করতে হবে।

তিনি চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী ছাত্র মাদরাসা থেকে পাস করা এবং তারা তাদের মেধার স্বাক্ষর রাখছেন।শাপলা চত্বরে রাতের আঁধারে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এবং সেই হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু জাতির কাছে আজ সব স্পষ্ট।

আলিয়া মাদরাসার মাঠ প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীর বকশিবাজারে সরকারি আলিয়া মাদরাসার মাঠ কর্তৃপক্ষকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকা আলিয়াসহ দেশের তিনটি আলিয়া মাদরাসার উন্নয়নে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ঢাকা আলিয়া মাদরাসার শিক্ষক স্বল্পতা পূরণ এবং ছাত্রদের আবাসিক সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা কারিগরি বিভাগের সচিব রফিকুল ইসলাম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ নুরুল হক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025