Editor Panel
- ২৭ সেপ্টেম্বর, ২০২৫ / ৭০ Time View
নতুন বাংলাদেশে গৎবাঁধা রাজনীতির দিন শেষ। জুলাই অভ্যুত্থানের পর মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন এসেছে। সেটিকে ধারণ করে আগামীর রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ‘জিয়া সুইমিং কার্নিভাল’ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ক্রীড়াঙ্গণকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে হবে। রাজনীতি, অর্থনীতির পাশাপাশি স্পোর্টসকেও গণতন্ত্রায়ণ করতে হবে। যাতে দেশের সব মানুষ সুযোগ পায়।
তিনি আরও বলেন, রাজনীতিতে জনগণের প্রত্যাশার পরিবর্তন হচ্ছে।
বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে জনগণ দেখতে চায়।