সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্যে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে জেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, দেশে এখনো নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। নির্বাচন ঘনিয়ে এলেও লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি।
তিনি সতর্ক করে বলেন, বাংলার মাটি থেকে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে, নতুন কোনো ফ্যাসিবাদকে এখানে শিকড় গাড়তে দেওয়া হবে না।
গণসমাবেশে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ফারুক হাসান নদভী। এতে আরও বক্তব্য দেন দলের মহাসচিব জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মুফতি শরাফত হুসাইন, যুগ্ম মহাসচিব শরীফ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান এবং গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আমীর এমএম রেজাউল করিম।