সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
৭২ ঘণ্টার মধ্যে ‘আফটার শক’ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার পরামর্শ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র হতে পারে চুয়াডাঙ্গা -মেহেরপুর মহাসড়কে বাসের ধাক্কায় দুইজন নিহত নাইজেরিয়ার ক্যাথলিক স্কুল থেকে ৩০৩ শিক্ষার্থীকে অপহরণ এবার ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া কোরআন-সুন্নাহ পরিপন্থি কাজ বাংলাদেশে হতে দেওয়া হবে না:সালাউদ্দীন দলীয় স্বার্থে ইসলামের ব্যাখ্যা দিলে অস্থিরতা সৃষ্টি হতে পারে:তারেক রহমান আমীর খসরু বলেন ,বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা চালু করবে মনগড়া মতবাদে গড়া সমাজ শান্তি-সম্মান দিতে পারবে না: জামায়াত আমির এভারকেয়ার হাসপাতালের পথে খালেদা জিয়া

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র হতে পারে

বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। রবিবার (২৩ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ ধীরে ধীরে শক্তিশালী হয়ে ‘সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে’ রূপ নিয়েছে। এটি সোমবার (২৪ নভেম্বর) আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার কথা।

বর্তমানে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে এগোচ্ছে।

তবে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর সঠিক গতিপথ ও কোথায় আঘাত হানবে, তা এখনও নিশ্চিত নয়।কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং সর্বশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পলাশ বলেন, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ নিয়ে বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল ভিন্নমত দিচ্ছে।

সম্ভাব্যভাবে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে উপকূলে আঘাত করতে পারে। তবে আরও নিশ্চিত তথ্য ২৬ নভেম্বর পাওয়া যাবে, তখন ঘূর্ণিঝড়ের শক্তি ও সম্ভাব্য স্থলভাগের উপর প্রভাব স্পষ্ট হবে।ঝড়ের প্রভাবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ২৬ নভেম্বর এটি ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত এবং ২৭ নভেম্বর ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025