বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের সবকটিতেই তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাইল করিম এতথ্য নিশ্চিত করে বুধবার বিকালে জানান, দলের কেন্দ্রীয় নির্বাচক কমিটির পরিচালক অধ্যক্ষ ইজ্জাত উল্লাহ বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের সবকটিতেই জামায়াতে ইসলামীর প্রার্থীতা ঘোষণা করেছেন।
বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের জামায়াতের প্রার্থীরা হলেন, বাগেরহাট- ১ ( ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) সংসদীয় আসনে অধ্যক্ষ মশিউর রহমান, বাগেরহাট- ২ (বাগেরহাট সদর ও কচুয়া) সংসদীয় আসনে শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট- ৩ (রামপাল ও মোংলা) সংসদীয় আসনে এ্যাভোকেট আব্দুল ওয়াদুদ ও বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) সংসদীয় আসনে অধ্যক্ষ আব্দুল আলীম।