শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার মতিঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত অগমেন্টেড রিয়েলিটিসহ প্রথম রে-ব্যান স্মার্ট চশমা বাজারে আনলো মেটা আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ড. ইউনূস নিরপেক্ষতা হারিয়ে একটি দলের দিকে ঝুঁকে পড়েছেন: ফয়জুল করীম নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহা গ্রেফতার বেনাপোল দিয়ে দুই দিনে গেল ৫৬ মেট্রিক টন ইলিশ পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে অন্য দেশও যোগ দিতে পারবে: খাজা আসিফ

পার্বত্য নারীদের ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে: উপদেষ্টা সুপ্রদীপ

পার্বত্য এলাকার নারীদের স্বাবলম্বী হতে হলে ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তিনি বলেন, ভালো উদ্যোক্তা হতে গেলে প্রথমেই প্রয়োজন কোনো বিদ্যমান পণ্যের ধারণা বা ক্ষেত্রের পরিবর্তন বা নতুনত্ব আনা, যেন মানুষ আকৃষ্ট হয়, যাকে এককথায় আমরা ইনোভেশন (উদ্ভাবন) বলি।

শনিবার (১ মার্চ) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, উৎপাদিত আইটেমকে অধিকতর উন্নততর ও টেকসই করার লক্ষ্যে নারী উদ্যোক্তারা এগিয়ে আসবেন বলে আমার বিশ্বাস। প্রয়োজনে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

পার্বত্য জেলাগুলোর উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সহযোগিতা করা হবে। ভালো কিছুর উদ্যোগ নিলে এর ফলাফল ভালোই হয়।

উপদেষ্টা বলেন, তিন জেলায় জায়গা পাওয়া সাপেক্ষে তিনটি বহুতলবিশিষ্ট ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব জায়গায় উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থাকবে। উদ্যোক্তারা সেখানে কম্পিউটার অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক ভিলেজ, ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, উদ্যোক্তা মেলা, এথনিক কমিউনিটি ভিলেজ প্ল্যাটফর্ম নামে তাদের উৎপাদিত পণ্য বিপণন করতে পারবেন।

সুপ্রদীপ চাকমা বলেন, আমি চাই পার্বত্য জেলাগুলোতে কোয়ালিটি এডুকেশন, লাইভলিহুড ও পরিবেশ সুরক্ষায় হারমোনিয়াসলি ডেভেলপমেন্ট হবে।রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল করিমের সঞ্চালনায় সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার সভায় স্বাগত বক্তব্য রাখেন। নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টার সহধর্মিণী নন্দিতা চাকমা, ত্রিসিলা, সানজিদা, মনোয়ারা বেগম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024