বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম :
নাশকতাকারীদের ঢাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে: ডিএমপি কমিশনার ভোট দিতে প্রথম দিনেই ৩ হাজার ৮৯৫ জন প্রবাসীর আবেদন গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী ঢাকা-৮ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন সেই রিকশাচালক সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় থাকতে পারেন খালেদা কঙ্গোতে নৌকা ডুবে ৭০ জন নিখোঁজ ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতের পর শক্তিশালী ভূমিকম্প এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে রাষ্ট্র পরিচালনা করুন: অন্তর্বর্তী সরকারকে খসরু দেশ এগিয়ে গেলে মা-বোনদের ভয়ে বসবাস করতে হবে না: তারেক রহমান চট্টগ্রাম বন্দর নিয়ে গোপন সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত নেতা শাহজাহান

আমাদের কাছে সংখ্যালঘু বলতে কিছু নেই : মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘একটি দেশে বসবাসরত সব ধর্ম-বর্ণের নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রত্যেকের নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত। যারা ধর্মের নামে দাঙ্গা ছড়িয়ে বিভেদ সৃষ্টি করে, তারাই প্রকৃত সংখ্যালঘু। আমাদের কাছে সংখ্যালঘু বলে কিছু নেই।

রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার উদ্যোগে কদমতলা ইউনিয়নে লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই। এই শব্দটি ব্যবহার করে কিছু মানুষ একটি নির্দিষ্ট গোষ্ঠীকে হেয় করার চেষ্টা করে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।

প্রত্যেকে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, থাকবে না কোনো বৈষম্য। ’

তিনি বলেন, ‘আমরা চাই, এমন একটি সার্বভৌম রাষ্ট্র। যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার ও আইনের সমান প্রয়োগ। আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান মর্যাদা পাবে।

সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে মাসুদ সাঈদী বলেন, ‘আমাদের ১০০ বছরের পুরনো পৌরসভা রয়েছে, কিন্তু তার রাস্তাঘাটের করুণ দশা। স্কুল-কলেজের ছাদধসে শিক্ষার্থীরা নিহত হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশের এই দুরবস্থা বিশ্বের আর কোথাও দেখা যায় না। ’

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, “গত ১৫ বছর ধরে তারা রাজাকার-রাজাকার খেলা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এই রাজনৈতিক ব্যবসায় তারা তাদের মূল পুঁজি হারিয়ে এখন দিশাহারা।

আমরা লক্ষ করছি, এখন আবার কেউ কেউ সেই পথ অনুসরণ করে রাজাকার-রাজাকার ব্যবসা শুরু করেছে। আমি বলব—এই ব্যবসা লাভজনক নয়, জনগণ এই রাজনীতি পছন্দ করে না। বরং এতে তাদেরও ‘আম-ছালা’ সব হারানোর সম্ভাবনা আছে। ”মাসুদ সাঈদী দাবি করেন, দেশের মানুষ বিভিন্ন দল ও নেতৃত্ব দেখেছে। এখন তারা জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তারা স্বপ্ন দেখে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সুবিচারভিত্তিক সোনার বাংলা গড়ার।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার মজলিশে শুরা সদস্য ও জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হালিম, জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক এবং ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি আহসানুল হক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025