সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
৭২ ঘণ্টার মধ্যে ‘আফটার শক’ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার পরামর্শ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র হতে পারে চুয়াডাঙ্গা -মেহেরপুর মহাসড়কে বাসের ধাক্কায় দুইজন নিহত নাইজেরিয়ার ক্যাথলিক স্কুল থেকে ৩০৩ শিক্ষার্থীকে অপহরণ এবার ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া কোরআন-সুন্নাহ পরিপন্থি কাজ বাংলাদেশে হতে দেওয়া হবে না:সালাউদ্দীন দলীয় স্বার্থে ইসলামের ব্যাখ্যা দিলে অস্থিরতা সৃষ্টি হতে পারে:তারেক রহমান আমীর খসরু বলেন ,বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা চালু করবে মনগড়া মতবাদে গড়া সমাজ শান্তি-সম্মান দিতে পারবে না: জামায়াত আমির এভারকেয়ার হাসপাতালের পথে খালেদা জিয়া

দামি ঘড়ি-আইপ্যাড ফিরিয়ে দিলেন উপদেষ্টা ফাওজুল কবির

জনপ্রতিনিধিদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো প্রলোভনের ঊর্ধ্বে ওঠা, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, কয়েকদিন আগে শ্রীলঙ্কায় এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে গেলে আয়োজকদের পক্ষ থেকে একটি দামি ব্র্যান্ডের হাতঘড়ি উপহার পান। “হাতে পরি, ভালো লাগে, লোভ হয়। দেশে ফিরে এসে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়ে ঘড়িটি তোষাখানায় জমা দিই,” লিখেছেন তিনি।

ফাওজুল কবির জানান, গত পরশু এক ভারতীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান (আদানি নয়) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে নিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। ফেরার সময় কৃতজ্ঞতা স্বরূপ একটি আইপ্যাড দিতে চান। তিনি বলেন, “বাসার আইপ্যাড পুরোনো, তাই লোভ হয়েছিল। তবে নির্ধারিত মূল্যসীমা ছাড়িয়ে যাওয়ায় আইপ্যাডটি ফিরিয়ে দিই।

তিনি আরও লিখেছেন, “তবে কোনো উপহারই গ্রহণ করি না, তা নয়। বিদেশি মন্ত্রী, রাষ্ট্রদূতরা সুভেনির, বই, বা সীমিত মূল্যের কিছু খাবার যেমন চকোলেট আনেন। সেগুলো গ্রহণ করি। বিনিময়ে নিজের লেখা বই উপহার দিই।

ভাগ্যিস কয়েকটা বই লিখেছিলাম!”সবশেষে তিনি মন্তব্য করেন, “আমার মনে হয়েছে, প্রলোভনের ঊর্ধ্বে ওঠাই জনপ্রতিনিধিদের প্রধান কাজ। এটা করতে পারলেই অন্য কাজ সহজ হয়ে যায়। আশা করি আসন্ন নির্বাচনে জনগণ নির্লোভ জনপ্রতিনিধিদের নির্বাচিত করবেন। ”

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025