সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
৭২ ঘণ্টার মধ্যে ‘আফটার শক’ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার পরামর্শ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র হতে পারে চুয়াডাঙ্গা -মেহেরপুর মহাসড়কে বাসের ধাক্কায় দুইজন নিহত নাইজেরিয়ার ক্যাথলিক স্কুল থেকে ৩০৩ শিক্ষার্থীকে অপহরণ এবার ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া কোরআন-সুন্নাহ পরিপন্থি কাজ বাংলাদেশে হতে দেওয়া হবে না:সালাউদ্দীন দলীয় স্বার্থে ইসলামের ব্যাখ্যা দিলে অস্থিরতা সৃষ্টি হতে পারে:তারেক রহমান আমীর খসরু বলেন ,বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা চালু করবে মনগড়া মতবাদে গড়া সমাজ শান্তি-সম্মান দিতে পারবে না: জামায়াত আমির এভারকেয়ার হাসপাতালের পথে খালেদা জিয়া

সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নির্ভর করে রাজনৈতিক দলগুলোর ওপর: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ হওয়া নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ওপর। রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আজকের আলোচনার মূল বিষয় ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক কার্যকলাপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

ফ্যাসিস্ট সরকার পতনের পর রাজনৈতিক দলগুলোর যে ঐক্য তৈরি হয়েছে, সেটি ধরে রাখতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ও দলীয় স্বার্থ পরিহার করে এই ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। যদি এই ঐক্যে ফাটল ধরে, তাহলে ফ্যাসিস্ট শক্তি ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করবে। জাতীয় সংসদ নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ভূমিকার ওপর।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে নিরাপত্তা দেওয়া ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা এজন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে জনগণের অবাধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোকেই।

সবার অংশগ্রহণ নিশ্চিত হলে অন্তর্বর্তী সরকার একটি অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবে বলে আমরা আশাবাদী।এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া প্রয়োজন আমরা ততটাই প্রস্তুতি নিচ্ছি। এখন বাকিটা নির্ভর করছে জনগণ, আপনাদের সাংবাদিক এবং রাজনৈতিক দলগুলোর ওপর। নির্বাচন সুষ্ঠু করতে সবার সহযোগিতা দরকার। যে দল কার্যত অচল হয়ে পড়েছে, তারা অবশ্যই নির্বাচন ভঙ্গের চেষ্টা করবে।

এদের প্রতিহত করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আমাদের সবার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025