শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০ ভূমিকম্প আঘাত : নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ,আহত ওনিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানে সরকারের প্রতি আহবান ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক ভূমিকম্প থেকে রক্ষায় সরকারের এখনই জরুরি করণীয় ঠিক করা উচিত: জাহিদ হোসেন ভূমিকম্পের ক্ষতিরোধে ৬ উদ্যোগ নেবে জামায়াত: ব্যারিস্টার আরমান সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া ‌‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’

ইরানের হামলায় জ্বলছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার, নিহত ৩

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার। তথ্যটি প্রথমে গোপন করে রাখলেও তিনজন নিহত হওয়ার পর ইরানি হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

চ্যানেল ১২ নিউজকে হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ নিশ্চিত করেছেন যে, সোমবার (১৬ জুন) সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় শহরটি লক্ষ্য করে হামলায় তিনজন নিহত হয়েছেন। সেসময় তারা একটি স্থাপনায় কাজ করছিলেন। স্থাপনাটি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করলেও সে সময় তিনি সরাসরি তেল শোধনাগারের কথা উল্লেখ করেননি।

পরে ইসরায়েলের সরকার স্থাপনার তথ্য প্রকাশের অনুমতি দিলে জানা যায়, ক্ষেপণাস্ত্রটি বাজান তেল শোধনাগার কমপ্লেক্সে আঘাত হেনেছিল।

জানা গেছে, উদ্ধারকারীরা হামলার সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া তিনজন নিখোঁজ ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেন। কিন্তু ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে পর ঘটনাস্থলে ভয়াবহ আগুন লাগার ফলে উদ্ধার কাজ জটিল হয়ে পড়ে।

হাইফার মেয়র বলেন, শহরের বেশ কয়েকটি বাড়ি ও অন্যান্য ভবনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাত্র চারজন সামান্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইসরায়েল পুলিশ জানিয়েছে, হাইফা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি সম্প্রচার করা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকদের সরিয়ে নিতে পুলিশ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। একজন মুখপাত্র বলেন, উপকূলীয় জেলার পুলিশের গাড়িগুলো ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রওনা হয়েছে।

হাইফায় তেল শোধনাগার, একটি প্রধান বন্দর ও একটি নৌঘাঁটিসহ বেশ কয়েকটি সংবেদনশীল স্থাপনা রয়েছে। ফলে শহরটি রক্ষায় মরিয়া আইডিএফ। তবুও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘আয়রন ডোমের’ মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে শহরটিতে আঘাত হানে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025