শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয় : প্রধান বিচারপতি ফের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপালে নয়, নরসিংদীতে: আবহাওয়া অফিস বিজয়নগরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড দেশে ফের ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল বাইপাইলে জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০ ভূমিকম্প আঘাত : নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ,আহত ওনিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানে সরকারের প্রতি আহবান

ভারতে নতুন করে ভীতি ছড়াচ্ছে করোনা, একদিনে ৬ জনের মৃত্যু

ভারতে হঠাৎ করেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৭৮ জন। এতে করে ভারতজুড়ে বর্তমানে ছয় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত রয়েছেন।

রবিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওএইচএফডব্লিউ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন। যার মধ্যে কেরালায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এরপর যথাক্রমে আছে গুজরাট, পশ্চিমবঙ্গ ও দিল্লি।

বর্তমানে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছয় হাজার ১৩৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ৭৫৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত এক দিনে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কর্ণাটকে দুজন, কেরালায় তিনজন ও তামিলনাড়ুতে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, কেরালা, গুজরাট, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে।

কেরালায় ১৪৪ জন, গুজরাটে ১০৫ জন, পশ্চিমবঙ্গে ৭১ জন, গুজরাটে ২৪ জন এবং দিল্লিতে ২১ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। ভারতে মোট ৬,১৩৩ টি সক্রিয় করোনা আক্রান্তের মধ্যে কেরালাতেই ১,৯৫০ জন। সংক্রমণের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে রাজ্যটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025