বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম :
জামায়াতের ‘জনতার ইশতেহারে’ মতামত দিয়েছে ৩৭ হাজার মানুষ ৭ ফেব্রুয়ারি জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির জুলাই শহিদদের প্রত্যাশা পূরণে ভোট চাইলেন সালাহউদ্দিন আহমদ জামায়াতকে নারীরাই বেশি ভোট দেবেন, কারণ তারা শান্তিপ্রিয়: তাহের সংঘাত চায় না এনসিপি, তবে আঘাত এলে দেওয়া হবে পাল্টা জবাব: নাহিদ বিদেশিদের ওপর ভর করে রাজনীতি করলে জনগণ প্রত্যাখ্যান করবে: আমীর খসরু পাটওয়ারীর ওপর হামলা, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় জোট হেনস্তা-হামলার প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ সাতক্ষীরার সঙ্গে সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে: জামায়াত আমির

সাতক্ষীরার সঙ্গে সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত সময়ে সাতক্ষীরার সঙ্গে সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। সাতক্ষীরার চারটি আসনে যদি ন্যায়, ইনসাফ, জনগণের সরকার এবং মদিনার শাসনামলের সুশাসন কায়েম করার সুযোগ আপনারা আমাদের দেন, তাহলে আমরা গভীর কৃতজ্ঞ থাকবো এবং সেই ঋণ পরিশোধে সারাক্ষণ চেষ্টা করবো।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ আমাদের সুযোগ দিলে শাসন হবে জনগণের শাসন। এজন্য আমি জোর দিয়ে বলছি আমরা জামায়াতের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষ মুক্ত হলে আমরাও মুক্ত হবো। আর ১৮ কোটি মানুষ যদি দালালির বিপজ্জনক অবস্থানে পড়ে যায়, আমরাও সেই বিপদে পড়বো।

তিনি আরও বলেন, আল্লাহ সুযোগ দিলে দীনের নির্দেশনায় দেশ পরিচালিত হবে। মুসলমানদের মধ্যেও বিভিন্ন মত ও মতপার্থক্য রয়েছে। তবে সুযোগ পেলে সবাইকে নিয়ে বসে কমন বোর্ড গঠন করে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি সাতক্ষীরাবাসীকে ১২ তারিখ ইনসাফ ও ন্যায়ের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, আপনাদের সঙ্গে আলোচনা করেই সমস্যার সমাধান করা হবে, ওপর থেকে কিছু চাপিয়ে দেয়া হবে না। আল্লাহ যদি আপনাদের ভোটে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে কোনো ‘শিক্ষিত চোর’ দেশের সম্পদের কোনো অংশ খেয়ে ফেলতে পারবে না।

কিছু রাজনৈতিক দুর্বৃত্ত ও ক্ষমতাধর গোষ্ঠী জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যার ডকুমেন্ট রয়েছে। ডকুমেন্টবিহীন টাকার কোনো হিসাব নেই।

ডা. শফিকুর রহমান বলেন, সুযোগ পেলে জনগণের লুণ্ঠিত সম্পদ ফেরত আনার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। এ বিষয়ে কোনো দয়া বা ক্ষমা দেখানো হবে না।

তিনি আরও বলেন, ভবিষ্যতের বার্তা এখন থেকেই স্পষ্ট, এই সরকার শপথ নেয়ার পর আর কেউ কালো টাকার দিকে হাত বাড়াতে পারবে না। সকল পেশার কর্মকর্তা-কর্মচারীদের সম্মানের সঙ্গে বাঁচার পরিবেশ তৈরি করা হবে। ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের জন্য আলাদা বেতন কাঠামো করা হবে। ইনসাফ মানে সবাইকে সমান দেওয়া নয়, ইনসাফ মানে প্রত্যেককে তার ন্যায্য অধিকার দেয়া।

১২ জানুয়ারি দুটি ভোট দেওয়া হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, সারা দেশে ন্যায়ের পক্ষে, পরিবর্তনের পক্ষে স্রোত তৈরি হয়েছে। দুর্নীতি, ফ্যাসিবাদ, দুঃশাসন ও মা-বোনদের অসম্মানের বিরুদ্ধে যুব সমাজ রায় দিয়ে দিয়েছে। তিনি দাবি করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, ১২ তারিখ প্রথম সিলটি পড়বে ‘হ্যাঁ’ ভোটে। ‘হ্যাঁ’ মানে আজাদি, আর ‘না’ মানে গোলামি।

এ সময় জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, আপনারাই বলুন, গোলামি না আজাদি? ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, আর ‘হ্যাঁ’ ভোট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে।

যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, যুবকদের হাতে বেকার ভাতা তুলে দেওয়া অপমানের শামিল। রাষ্ট্র দায়িত্ব নিয়ে তাদের দক্ষ নাগরিকে পরিণত করবে, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মর্যাদার কাজের সুযোগ সৃষ্টি করবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান জামায়াত আমির। প্রতিবেশী দেশ ভারতকে ইঙ্গিত করে তিনি বলেন, প্রতিবেশীদের আমরা বন্ধু হিসেবে দেখতে চাই, প্রভু হিসেবে নয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজ ও সিন্ডিকেট,এই দুই দুষ্টু চক্রের কারণে বাজার অস্থিতিশীল। সুযোগ পেলে প্রথমে চাঁদাবাজদের দমন করা হবে, এরপর সিন্ডিকেট ভেঙে দেয়া হবে। কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না।

জনসভায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি আজিজুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ সাতক্ষীরার চারটি আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025