মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচার করার আমাদের কোনো ইচ্ছে নেই। যদি আপনারা বিশ্বাস করে আপনাদের আমানত আমাদের কাছে দেন, তাহলে আগামী ৫টি বছর চৌকিদার হয়ে তা রক্ষা করতে চাই। স্পষ্টভাবে বলতে চাই, আমরা মালিক হবো না, চৌকিদার হবো।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসা মাঠে ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ হাজী মো. এনায়েত উল্লাহর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলেন, তাদের নিজেদের আগে ঠিক হতে হবে। ঋণখেলাপিদের বাদ দিয়ে মাঠে আসুন, তখনই জাতি আপনাদের গ্রহণ করবে।
জামায়াতে ইসলামীর আমির বলেন, যে দল চাঁদা না পেলে নিজের দলের লোকদেরই মেরে ফেলে, সেই দলের সঙ্গে দাঁড়াতে আপনাদের অবশ্যই চিন্তা করা উচিত।
তিনি বলেন, আমরা সময়ের এমন একটা বাস্তবতার সামনে এসে দাঁড়িয়েছি, যখন সময় আমাদের এই বলে ডাকছে যে, তোমরা কি আলোকে বেছে নেবে নাকি অন্ধকার। আলো ও অন্ধকার দুটি পথ আছে। তুমি কোন পথ বেছে নেবে?
যুবকদের উদ্দেশ ডা. শফিকুর রহমান বলেন, আমরা যুবকদের বেকার ভাতা দেব না। তাদের হাতে কাজ তুলে দেব, যাতে তারা সম্মানের সঙ্গে বাঁচতে পারে। যুবকরা আমাদের সঙ্গে আছে। তারাই আমাদের অনুপ্রেরণা।
গণভোটের বিষয়ে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদির পক্ষে। আর ‘না’ মানে গোলামির পক্ষে। তাহলে আমরা আজাদি চাই, নাকি গোলামি চাই? ‘হ্যাঁ’ মানে নিপীড়িত, মজলুমের পক্ষে। আর ‘না’ হলো অত্যাচারী, চাঁদাবাজি ও আধিপত্যবাদের বিরুদ্ধে। ঘরে ঘরে আমরা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা করব। ইনশাআল্লাহ, ‘হ্যাঁ’ বিজয়ী হবে।
ঢাকা-৭ আসনে ভোট দিয়ে হাজী মো. এনায়েত উল্লাহকে বিজয়ী করার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, ওল্ড ইজ গোল্ড। সোনা যত পুরাতন হয়, তত খাটি হয়। আমরা পুরান ঢাকাকে আধুনিক বানাবো না, গোল্ড বানাবো। পুরান ঢাকাকে গোল্ড বানাতে আপনারা ভোট দিয়ে এনায়েত উল্লাহকে বিজয়ী করুন।
বক্তব্য শেষে এনায়েত উল্লাহর হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান।