মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
নারীদের আগামীতে প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে: জামায়াত প্র্যাকটিস ম্যাচ শুরু হলো, ইসির জন্য বড় চ্যালেঞ্জ:হাসনাত আবদুল্লাহ ভোটারদের আস্থা ফেরাতে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন করতে হবে: আযাদ চাঁদাবাজ-দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানো হবে: ডা. শফিকুর রহমান শেখ হাসিনা থাকলে একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত: ফখরুল একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়: তারেক রহমান আমরা মালিক না, চৌকিদার হবো : জামায়াত আমির ক্ষমতায় গেলে জনগণের সম্পদে হাত দেবো না: জামায়াত আমির বিএনপি এখন ভাড়াটিয়া আর ঋণখেলাপিদের দল: কর্নেল অলি তারেক রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতীক: সালাহউদ্দিন

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ড কাসাইটারী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় নির্বাচনী গণসংযোগকে কেন্দ্র করে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিএনপি- জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে ছুটে যান উভয় দলের নেতাকর্মীরা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন লালমনিরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করছে।

লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ জানান, পুরো বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025