শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য ধারণ ও অন্যের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৬ জানুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
ডা. শফিকুর রহমান আরও লিখেছেন, অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তা’আলাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘১১ দলীয় জোট’ থেকে বের হয়ে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয়। এরপরই জামায়াত আমিরের এই পোস্ট বেশ কৌতুহল সৃষ্টি করেছে।
এর আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে জামায়াত নেতৃত্বাধীন ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ নামে দলীয় জোট ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছিল। এই জোটের সঙ্গেই ত্রয়োদশ নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল ইসলামী আন্দোলনেরও। এজন্য ৪৭টি আসন খালি রাখে জামায়াত। তবে শেষ পর্যন্ত চরমোনাই পীরের দল এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়।