শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই সনদ পাস হলে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে: আদিলুর রহমান উত্তরায় অগ্নিকাণ্ড ,একই আঙিনায় ৩ কবর: কান্নায় ভারী ঈশ্বরগঞ্জের দড়িপাঁচাশি গ্রাম খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণ ও অন্যকে সম্মান প্রদর্শনের আহ্বান জামায়াত আমিরের তারেক প্রসঙ্গে মাহমুদুর -জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উত্তরাধিকার হওয়া গভীর দায়িত্বের বিষয় শবে মেরাজের ফজিলত ও আমল হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ নতুন রাজনৈতিক প্লাটফর্ম এনপিএ’র আত্মপ্রকাশ ইসলামী আন্দোলনের একক নির্বাচনের সিদ্ধান্তে জামায়াতের প্রতিক্রিয়া তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত

নতুন রাজনৈতিক প্লাটফর্ম এনপিএ’র আত্মপ্রকাশ

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যুক্ত হলো নতুন একটি রাজনৈতিক প্লাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)’।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে প্লাটফর্মটি।

‘জনগণের শক্তি, আগামীর মুক্তি’ স্লোগান সামনে রেখে যাত্রা শুরু করা এনপিএ পাঁচটি মূলনীতির ভিত্তিতে নিজেদের কর্মকৌশল নির্ধারণ করেছে। এসব মূলনীতির মধ্যে রয়েছে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ ও প্রকৃতি সুরক্ষা।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনগণপন্থি রাজনৈতিক শক্তি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

আত্মপ্রকাশ উপলক্ষ্যে দুপুর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে প্লাটফর্মটির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের জন্য সেখানে মঞ্চ ও প্যান্ডেল প্রস্তুত করা হয়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে জনসমাগম বাড়তে থাকে।

এনপিএ’র পক্ষ থেকে জানানো হয়, দেশের বিদ্যমান শাসনকেন্দ্রিক ক্ষমতা-কাঠামো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের পরিবর্তে শাসকগোষ্ঠীর অনুগত করে তুলেছে।

এর ফলে জনগণের রক্ষাকবচ হিসেবে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো ক্ষমতা চর্চা ও সম্পদ আহরণের অংশীদারে পরিণত হয়েছে। এই বাস্তবতার পরিবর্তনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের অধিকার রক্ষা ও সেবাভিত্তিক কাঠামোতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করতে চায় প্লাটফর্মটি।

ঘোষণায় আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের কার্যকর ও পূর্ণ পৃথকীকরণের দাবি জানানো হয়। একই সঙ্গে ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে শক্তিশালী, আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ এবং কেন্দ্রের প্রভাবমুক্ত স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অর্থনৈতিক বিষয়ে এনপিএ লুটপাট, দুর্নীতি ও সিন্ডিকেটনির্ভর ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা জানিয়েছে। প্লাটফর্মটির লক্ষ্য স্বনির্ভর, উৎপাদনমুখী ও জনকল্যাণভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। কৃষিতে উৎপাদন ব্যয় কমানো, সহজ কৃষিঋণ প্রদান, ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভর্তুকি এবং শিল্পশ্রমিকদের জন্য সম্মানজনক মজুরি কাঠামোর প্রতিশ্রুতি দেওয়া হয়।

পাশাপাশি প্রগতিশীল করব্যবস্থা চালুর মাধ্যমে বৈষম্য হ্রাস ও রাষ্ট্রীয় আয় বৃদ্ধির কথাও জানানো হয়।

পরিবেশ ও জলবায়ু সংকট নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরে এনপিএ। প্লাটফর্মটি জানায়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশে অপরিকল্পিত উন্নয়ন ও মেগা প্রকল্প প্রাণ-প্রকৃতি ও পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

নদী দখল, বন উজাড়, দূষণ এবং অনিয়ন্ত্রিত নগরায়ণের বিরুদ্ধে অবস্থান নিয়ে টেকসই উন্নয়নের মাধ্যমে একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে তারা।

এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে এনপিএ জানায়, জাতি, ধর্ম, লিঙ্গ ও শ্রেণি নির্বিশেষে সব নাগরিকের জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে তারা কাজ করবে।

মতপ্রকাশ ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা, জানমালের নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেওয়া হয় ঘোষণায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025