বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
জরুরি বৈঠক বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলোর শীর্ষ নেতারা নেতারা। বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক চলছে বলে জানিয়েছেন কার্যালয়ের একজন স্টাফ।
এদিকে সামাজিক মাধ্যমে প্রকাশিত ওই ছবিতে জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ অনেককে দেখা গেছে।
তবে এই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতা উপস্থিত রয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।