বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
মহাকালের সমাপ্তি গৃহ বধূ থেকে আপষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর রাষ্ট্রীয় শোকের ৩ দিন আতশবাজি-ফানুস ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা শহীদ হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত আমির সামর্থ্যের বাইরে গিয়ে কোনো মিথ্যা আশ্বাস দেবে না জামায়াত:জামায়াত আমির খালেদা জিয়া আপসহীনতার উপমা হিসেবে অমর হয়ে থাকবেন:হাসনাত আবদুল্লাহ খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন জয়শঙ্কর বিএনপি থেকে রুমিন ফারহানা বহিষ্কার ৩১ ডিসেম্বরের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত

নামাজরত ফিলিস্তিনি যুবককে গাড়িচাপা দেওয়ার ভিডিও ভাইরাল

পশ্চিম তীরে রামাল্লার কাছে নামাজরত এক ফিলিস্তিনি যুবকের ওপর গাড়ি উঠিয়ে দেয় এক সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী। অস্ত্রধারী ওই ইসরায়েলি নাগরিকের ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পশ্চিম তীরের দেইর জারির গ্রামে ঘটনাটি ঘটেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি একজন ইসরায়েলি নাগরিক ও রিজার্ভ সেনাসদস্য। ঘটনার সময় তিনি বেসামরিক পোশাকে ছিলেন। একই দিনে ওই গ্রামে একটি গুলিবর্ষণের ঘটনাও ঘটে। ওই ঘটনার সঙ্গে একই ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে বলে তদন্তে নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এই হামলা ছিল তার ক্ষমতার গুরুতর অপব্যবহার। ঘটনার গুরুত্ব বিবেচনায় অভিযুক্তের অস্ত্র জব্দ করা হয়েছে এবং তার সামরিক দায়িত্ব বাতিল করা হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দুইজন ফিলিস্তিনিকে গুলি করেছে।

একই দিন পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় আরও সহিংসতার খবর পাওয়া গেছে। হেবরনের দক্ষিণে মাসাফের ইয়াত্তায় সশস্ত্র বসতি স্থাপনকারীরা সেনাবাহিনীর পোশাক পরে স্থানীয় বাসিন্দাদের আটক ও নির্যাতন করে বলে অভিযোগ করেছেন মানবাধিকারকর্মী ওসামা মাখামরা। পরে ইব্রাহিম আল-আদ্রা ও আব্দ মাহমুদ আল-আদ্রা নামে দুই ভাইকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং তাদের গ্রেফতার করা হয়।

এদিকে নাবলুসের বেইত ফুরিক এলাকায় সামরিক অভিযানের সময় ১৭ বছর বয়সী এক কিশোরকে গুলি করে আহত করা হয়। একই অভিযানে টিয়ার গ্যাসের কারণে শ্বাসকষ্টে ভোগেন আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা দীর্ঘদিন ধরেই চলমান। গাজায় যুদ্ধ শুরুর পর এসব হামলা আরও বেড়েছে। বিশেষ করে ২০২৩ সালের অক্টোবর থেকে এসব হামলা আরও তীব্র হয়েছে।

ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, গত এক সপ্তাহে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৮ হাজার গাছ ধ্বংস হয়েছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে। উত্তর ও মধ্য পশ্চিম তীরের কৃষিজমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত দুই বছরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় পশ্চিম তীরে ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২১৭ জন শিশু।

কেএম 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025